
ছবি: সংগৃহীত।
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ঘটল এক হৃদয়বিদারক ঘটনা। আগুন আর ধোঁয়ায় যখন স্কুলজুড়ে আতঙ্ক, তখন নিজের মেয়েকে খুঁজতে শ্রেণিকক্ষে ছুটে যান রজনী (৩৫)। কিন্তু তার আগেই মেয়েটি নিরাপদে স্কুলের বাইরে বের হয়ে এসেছিল। মা তা জানতেন না।
রজনী তখনও ভাবছিলেন, তার মেয়ে শ্রেণিকক্ষেই আটকে আছে। আগুনের মধ্যে ছুটে গিয়ে নিজে আর ফেরেননি তিনি। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই সোমবার (২১ জুলাই) রাতের দিকে তিনি মারা যান।
রজনীর গ্রামের বাড়ি মেহেরপুর জেলার গাংনীর এক গ্রামে হলেও বর্তমানে রাজধানীতে স্বামী ও তিন সন্তান নিয়ে বসবাস করতেন। তার স্বামী জহিরুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর সাদিপুর গ্রামের বাসিন্দা। ব্যবসায়িক প্রয়োজনে পরিবারসহ ঢাকায় থাকতেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, রজনীর মরদেহ দৌলতপুরের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।
নুসরাত