ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

ঝিনাইদহে গত ছয় মাসে আত্মহত্যা করেছে ১৫৭ জন

এম রায়হান, ঝিনাইদহ

প্রকাশিত: ১৯:৪৯, ২২ জুলাই ২০২৫

ঝিনাইদহে গত ছয় মাসে আত্মহত্যা করেছে ১৫৭ জন

২০২৫ সালের গত ছয় মাসে ঝিনাইদহ জেলায় আত্মহত্যা করেছে ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ৬৮ জন আর নারী ৮৯ জন। আজ মঙ্গলবার দুপুরে মানবাধিকার সংগঠন আরডিসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান বলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত গলায় ফাঁস ও বিষ পান করে ঝিনাইদহ জেলায় আত্মহত্যা করেছে ১৫৭ জন। এর মধ্যে ৬৮ জন পুরুষ আর ৮৯ জন নারী। তিনি বলেন, সিভিল সার্জন ও ডিসি অফিসের মিটিংয়ের রেজুলেশন পর্যালোচনা করে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, এই বছর গত ৬ মাসে যে আত্মহত্যা হয়েছে, এর মধ্যে শীর্ষে রয়েছে ঝিনাইদহ সদর উপজেলা, যার সংখ্যা ৩৮ জন। এর মধ্যে নারী ২০ জন, পুরুষ ১৮ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে মহেশপুর উপজেলা। এ উপজেলায় আত্মহত্যায় মৃত্যুর সংখ্যা ৩৬ জন।

জেলায় আত্মহত্যা প্রবণতা রোধে সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য বর্তমান জেলা প্রশাসক আব্দুল আওয়াল জিও-এনজিও সমন্বয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যা বাস্তবায়ন করা হচ্ছে।

আরডিসির নির্বাহী প্রধান আত্মহত্যা রোধে কয়েকটি সুপারিশ করেন। এর মধ্যে রয়েছে সামাজিক সচেতনতা বৃদ্ধি, গণমাধ্যম কর্মীদের সাথে আত্মহত্যা রোধে অ্যাডভোকেসি সভা, কাউন্সেলিং বাড়ানো, যুব সমাজের অবিভাবকদের সাথে মত বিনিময় করা। তিনি আত্মহত্যা রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

আফরোজা

×