
পিরোজপুরের মঠবাড়িয়ায় এবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল কাইয়ূম এর উদ্যোগে নাব্যতা হারানো খালের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মঠবাড়িয়া-মিরুখালী খালে কচুরিপানা ও বর্জ্য-আবর্জনা অপসারণ এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
এ সময় পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আহসানুল সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান সোহেলসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা এ পরিষ্কার পরিচ্ছন্নতা অফিযানে অংশ নেন।
মঠবাড়িয়া-মিরুখালী খালটি দীর্ঘ কয়েকযুগ ধরে দখল দূষণে ও কচুরি পানায় ভরে গিয়ে নব্যতা হারিয়ে মরা খালে পরিনত হয়েছে। বর্তমানে খালটি কচুরিপানা ও বর্জ্য আবর্জনায় ভরাট হয়ে খালের প্রবাহ বন্ধ হয়ে খালটি পুরো মরা খালে পরিনত হচ্ছে। ফলে ওই খাল সংশ্লিষ্ট গ্রামগুলির কৃষকরা তাদের সেচ ও পানি ব্যবস্থাপনায় সংকটে পড়ছে। যা চাষাবাদে কৃষকরা ভোগান্তি শিকার হচ্ছেন।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম জানান, পৌর শহরের প্রাণ কেন্দ্র দিয়ে বয়ে যাওয়া মঠবাািড়য়া-মিরুখালী খালে পৌরবাসী বর্জ্য ফেলে খালের পরিবেশ দূষিত করছে। বর্তমানে খালটি কচুরিপানায় ভরাট হয়েগেছে। এতে কৃষকরা সেচ সংকটে পড়েছেন। ভুক্তভোগী কৃষকদের দাবি পূরনে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
রাজু