
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম ধর্মের শিক্ষক আবু হানিফ মোল্লার বিরুদ্ধে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী গত সোমবার (২১ জুলাই) কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসা ছাত্রী শিক্ষক আবু হানিফ মোল্লার কাছে প্রাইভেট পড়তো। প্রতিদিনের মতো গত সোমবার ভোরে ওই ছাত্রী প্রাইভেট পড়তে আসলে স্থানীয় একটি প্রাইমারি স্কুলে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনা ওই ছাত্রী তার পরিবারকে জানালে ওই দিনই তার পিতা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযুক্ত আবু হানিফ মোল্লা উপজেলার উত্তরপাড়া গ্রামের হামেদ মোল্লার ছেলে।
ওই ছাত্রীর বাবা বলেন,আমার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় ৮ম শ্রেণিতে পড়ে। সে প্রতিদিন সকাল ৮টায় শিক্ষক আবু হানিফ মোল্লার কাছে প্রাইভেট পড়তে যেত। ওই দিন আবু হানিফ আমার মেয়েকে সকাল ৭ টায় প্রাইভেট পড়তে যেতে বলে। ও সকাল ৭ টায় প্রাইভেট পড়তে গেলে ওকে একা পেয়ে লম্পট আবু হানিফ আমার মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনা আমি জানার পর থানায় মামলা করি।
তিনি আরো বলেন, মামলা দায়ের করার পর আবু হানিফ মোল্লা বিভিন্ন লোক দিয়ে আমাকে হুমকি দিচ্ছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ছাত্রীর বাবার লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা রজু করা হয়েছে। এখন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল বলেন, শিক্ষক আবু হানিফ মোল্লার বিরুদ্ধে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো।
রিফাত