ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

জামালপুরে সেপটিক ট্যাংকে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু

সংবাদদাতা, মাদারগঞ্জ, জামালপুর

প্রকাশিত: ১৯:৫২, ২২ জুলাই ২০২৫

জামালপুরে সেপটিক ট্যাংকে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু

ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- মোশারফ হোসেন (৩০) ও তার চাচা জদু মন্ডল (৫০)। তারা দুজনেই পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

মঙ্গলবার (২২ জুলাই) বিকালে ৪টায়  উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেনের জাঙ্গালিয়া মধ্যপাড়া গ্রামের সুরুজ মন্ডলের ছেলে এবং নিহত জদু মন্ডল একই এলাকার মৃত জোনাব মন্ডলের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ  মোঃ রইস উদ্দিন জানান, মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সেন্টারিং খোলার জন্য প্রথমে জদু মন্ডল ট্যাংকের ভেতরে নামেন। কিন্তু কিছুক্ষণ পর তার কোনো সাড়া না পাওয়ায় তাকে উদ্ধার করার জন্য ভাতিজা মোশারফ হোসেনও ট্যাংকে নামেন। এরপর দুজনেরই কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে জামালপুর ফায়ার সার্ভিস ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সালেহ মেহেদী তাদের মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে জাঙ্গালিয়া মধ্যপাড়া গ্রামের বাতাস।

ফারুক

×