ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

প্রধান উপদেষ্টার পেইজ থেকে সমালোচনার পর সরিয়ে ফেলা হয়েছে পোস্ট

প্রকাশিত: ১৯:৫৬, ২২ জুলাই ২০২৫

প্রধান উপদেষ্টার পেইজ থেকে সমালোচনার পর সরিয়ে ফেলা হয়েছে পোস্ট

মাইলস্টোন কলেজের কাছে জেট বিমানের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ সংগ্রহের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া একটি পোস্ট ঘনঘন সমালোচনার মুখে পড়ার পর সরিয়ে ফেলা হয়েছে।

আজ (সোমবার) দুপুর ২টার কিছু পর প্রকাশিত ওই পোস্টে "প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে" দান করার অনুরোধ জানানো হয়। এতে বলা হয়, মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দেশবাসীর সহানুভূতি ও সহযোগিতা প্রয়োজন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই পোস্ট নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে কিছুক্ষণের মধ্যেই সেটি কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই প্রধান উপদেষ্টার পেইজ থেকে সরিয়ে ফেলা হয়।

তবে পোস্টটি কেন সরিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Mily

×