
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুদিনের ব্যবধানে একই গ্রামে দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাগুলো ঘটেছে শনিবার ও সোমবার। আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের শালমদী গ্রামে। সরজমিনে গিয়ে দেখা যায় , সোমবার দিবাগত রাতে উপজেলার
হাইজাদী ইউনিয়নের শালমদী গ্রামের আ. মালেকের পুত্র এক সন্তানের জনক আলী হোসেন (২৭) বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে। এর আগে রোববার একই বাড়ীতে হারুণ (৫০) নামে এক লোক
বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। নিহত হারুণ ওই গ্রামের মৃত মহিজউদ্দিনের পুত্র বলে জানা গেছে। দুটি ঘটনাই পারিবারিক কলহের জেরে ঘটেছে বলে এলাকাবাসী
জানায়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানান, মৃতব্যক্তির লাশ গুলো উদ্ধার করে ময়না তদন্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
Jahan