ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

ইউরেনিয়াম মজুদ কখনোই ত্যাগ করবো না, এটি দেশের গর্বের 

প্রকাশিত: ১৩:৫২, ২২ জুলাই ২০২৫

ইউরেনিয়াম মজুদ কখনোই ত্যাগ করবো না, এটি দেশের গর্বের 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন,  তেহরান তাদের ইউরেনিয়াম মজুদ ত্যাগ করবে না কখনোই।

তিনি বলেন, বর্তমানে পারমাণবিক স্থাপনার কার্যক্রম বন্ধ রয়েছে কারণ সেগুলো তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্পষ্ট করতে চান, ‘আমরা আমাদের ইউরেনিয়াম মজুদ ছাড়ব না, কারণ এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের অর্জন এবং দেশের গর্বের বিষয়।’ 

গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আরাগচি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, যদিও সরাসরি আলোচনার সূচনা করবেন না তারা। তিনি আরও উল্লেখ করেন, ‘যদি যুক্তরাষ্ট্র সমান আধিকারিক সমাধানের পথে আসে, আমরা তাদের সঙ্গে যুক্ত হতে প্রস্তুত।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে সব সময় বলছি যে, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। আশা করছি, তারা আমাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।’

ফক্স নিউজে দীর্ঘ ১৬ মিনিট সাক্ষাৎকারে অংশ নেন আরাগচি, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ চ্যানেল হিসেবে পরিচিত।

খবর: আল জাজিরা।

তাসমিম

×