
শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করে গেটে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুতে শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা বোর্ড ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।
মঙ্গলবার (২২ জুলাই) নগরীর পূবালী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে সরাসরি কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে অবস্থান নেয়। বিক্ষোভে বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা ‘অবিলম্বে দোষীদের শাস্তি চাই’, ‘বিমান দুর্ঘটনার প্রকৃত তথ্য দাও’, ‘রাতের আঁধারে নোটিশ কেন?’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করে। পরে তারা বোর্ড ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। প্রায় দেড় ঘণ্টা যাবৎ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভের পর শিক্ষার্থীরা বোর্ড ভবনের তালা খুলে দেয়।
আফরোজা