ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

দামেস্কে সিরিয়ান সামরিক সদর দফতরে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, সুয়েইদায় সংঘর্ষে নিহত ৩০০

প্রকাশিত: ১৯:০৭, ২২ জুলাই ২০২৫; আপডেট: ১৯:০৮, ২২ জুলাই ২০২৫

দামেস্কে সিরিয়ান সামরিক সদর দফতরে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, সুয়েইদায় সংঘর্ষে নিহত ৩০০

ছবিঃ সংগৃহীত

ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্ক ও আশপাশের এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। রোববার (২০ জুলাই) চালানো এসব হামলায় অন্তত ৩ জন নিহত এবং ডজনখানেক মানুষ আহত হয়েছে বলে সিরিয়ান সরকার নিশ্চিত করেছে।

ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দামেস্কের গুরুত্বপূর্ণ এলাকা—প্রেসিডেনশিয়াল প্যালেস এবং সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আশপাশে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ হামলাকে "স্পষ্ট আগ্রাসন" বলে উল্লেখ করে জানায়, দেশটির সামরিক স্থাপনা ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে হামলা চালিয়ে পরিস্থিতি আরও অস্থির করার চেষ্টা করছে ইসরায়েল।

এই হামলার পেছনে কারণ হিসেবে জানা গেছে, দক্ষিণ সিরিয়ার সুয়েইদা প্রদেশে চলমান সংঘর্ষে সিরীয় বাহিনীর উপস্থিতি ইসরায়েলের জন্য ‘উসকানিমূলক’ হিসেবে বিবেচিত হয়। আগেই সিরীয় সরকারকে সতর্ক করেছিল ইসরায়েল—সেখানে সেনা মোতায়েন অব্যাহত থাকলে হামলা চালানো হবে।

সিরিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখন সুয়েইদা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে এবং "বেআইনি গ্রুপগুলোর অপসারণ কার্যক্রম শেষ হওয়ার পর চুক্তির শর্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।"

তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়নি, শহরে এখনো যে সব সরকারি নিরাপত্তা বাহিনী আছে, তাদের কী অবস্থা।

সুয়েইদায় সম্প্রতি দারুণ উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে দ্রুজ যোদ্ধাদের সঙ্গে সরকারি বাহিনী ও তাদের মিত্র উপজাতি মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, উভয় পক্ষই মানবাধিকার লঙ্ঘন করেছে।

সরকারপন্থী মিলিশিয়ারা দ্রুজ ধর্মীয় প্রতীক ভাঙচুর ও ধর্মীয় নেতাদের অপমান করেছে—এমন ভিডিও ভাইরাল হয়েছে। অন্যদিকে, দ্রুজ যোদ্ধারাও বন্দি সরকারি সেনাদের হত্যা ও বসতবাড়ি লুট করার মতো কাজ করেছে বলে অভিযোগ উঠেছে।

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল-শারাআ এই সহিংসতা নিয়ে বলেন, “এই ধরনের অপরাধ ও অবৈধ কার্যকলাপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এগুলো সিরিয়ান রাষ্ট্রের মূলনীতির সম্পূর্ণ বিপরীত।”

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত সপ্তাহে শুরু হওয়া সুয়েইদার সংঘর্ষে ইতোমধ্যেই ৩০০ জনের বেশি প্রাণ হারিয়েছে।

এদিকে, দামেস্কে চালানো সর্বশেষ ইসরায়েলি বিমান হামলাকে বিশ্লেষকরা সিরিয়ায় দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতা বজায় রাখার কৌশল হিসেবে দেখছেন। ইসরায়েল ১৯৬৭ সাল থেকে জাতিসংঘ-নিয়ন্ত্রিত গোলান মালভূমির নিরস্ত্রীকরণ অঞ্চল নিজেদের দখলে রেখে সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে।

সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা গ্লেন কার্ল আল জাজিরাকে বলেন, “একটি দুর্বল সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় গুঁড়িয়ে দেওয়া মানে শক্ত বিবৃতির পরিবর্তে হাতুড়ির বাড়ি ব্যবহার করা। ইসরায়েল সুশৃঙ্খল শত্রুর চেয়ে বিশৃঙ্খলা ও দুর্বলতাকে বেশি পছন্দ করে।”

বর্তমানে সিরিয়ার শীর্ষ ক্ষমতায় আছেন একজন সাবেক জঙ্গি কমান্ডার, যিনি আগে আল-কায়েদার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। সিরিয়ান সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে, যেখানে তারা ইসরায়েলের চলমান আগ্রাসনের নিন্দা জানিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসরায়েলের এই হামলাকে “অবসাদগ্রস্ত ও অপরাধমূলক” বলে অভিহিত করেন।

তিনি বলেন, “উন্মত্ত ইসরায়েলি শাসনব্যবস্থা কোনো সীমা মানে না এবং শুধু শক্তির ভাষাই বোঝে। বিশ্ব ও এ অঞ্চলের দেশগুলোকে একত্রিত হয়ে এই অন্ধ আগ্রাসন থামাতে হবে।”

ইমরান

×