ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

প্রধান উপদেষ্টার পাশে চার দলের অঙ্গীকার

প্রকাশিত: ০০:৩০, ২৩ জুলাই ২০২৫; আপডেট: ০০:৩৪, ২৩ জুলাই ২০২৫

প্রধান উপদেষ্টার পাশে চার দলের অঙ্গীকার

সংগৃহীত

প্রধান উপদেষ্টার পাশে চার দলের আবেগঘন অঙ্গীকার

অস্থির এক সময়। বিভক্ত এক জাতি। চারপাশে সন্দেহ, শঙ্কা আর শূন্যতা। ঠিক তখনই আশার প্রদীপ হাতে এগিয়ে এলো চারটি রাজনৈতিক দল—প্রধান উপদেষ্টার পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে।

এই মুহূর্তে রাজনীতি নয়, প্রয়োজন মানুষ হয়ে পাশে দাঁড়ানো এটাই যেন বোঝাতে চাইলেন তারা—“এই দেশ আমাদের, দায়িত্বও আমাদের। একজন নয়, সবাই মিলে রক্ষা করতে হবে।”

বৈঠকে চারটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রতি সমর্থনের আশ্বাস দেওয়া হয়েছে। সেই দলগুলো হলো:

  • বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
  • জামায়াতে ইসলামি
  • জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
  • অন্যান্য কয়েকটি ছোট দল ও জোট

যেমন গণতন্ত্র মঞ্চ, সিপিবি ইত্যাদি—ও বৈঠকে অংশ নিয়ে উপদেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে। মূল তিনটি প্রধান দল—বিএনপি, জামায়াত, এনসিপি—সচরাচর সরকারের এই অস্থির সময়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে আস্থা ব্যক্ত করেছেন। এছাড়া রাজনৈতিক সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে সময়সীমার বিষয়ে একমত প্রকাশ করেছেন অন্যান্য জোট-দলগুলোও

দলের নেতারা বলেন—“আজ যদি আমরা একে অপরকে ঠেলে দেই, কাল হয়ত কেউই থাকবে না। দেশটাই যদি ভেঙে পড়ে, তখন তো হারাব সবাই। তাই আমরা সহমর্মিতার পাশে আছি, বিভেদের বিপক্ষে।”

একটা মুহূর্তের জন্য থামুন…ভাবুন তো—যে দেশ আমাদের মা, তার সংকটে আমরা যদি পাশে না দাঁড়াই, তাহলে আদৌ মানুষ হয়ে বাঁচার অধিকার রাখি কি?

জনগণের চোখে এখন প্রশ্ন নয়, আশার আলো চারটি দলের এমন অবস্থান মানুষকে বলছে—‘তোমরা একা নও’। এই ভাঙা ভাঙা সময়ে এ এক টুকরো শক্ত হাত, একটু করো সাহস, একটু করো আশ্বাস।

দেশ মানে কেবল জমি নয়, মানে একটা ‘আমরা’।আর সেই ‘আমরা’-কে ধরে রাখতেই চারটি দলের দৃঢ় কণ্ঠস্বর—“আমরা আছি, আমরা থাকবো। দেশ একা নয়।”

হ্যাপী

×