ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

চীনের শ্যানডং প্রদেশে বন্যা, মৃত্যু ২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৩, ২২ জুলাই ২০২৫

চীনের শ্যানডং প্রদেশে বন্যা, মৃত্যু ২

.

চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশে টানা ভারি বর্ষণে দেখা দেওয়া আকস্মিক বন্যায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও ১০ জন। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশটির জিনান শহরের লাইউ জেলায় মাত্র পাঁচ ঘণ্টায় প্রায় ছয় মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে। খবর সিএমজির।

মঙ্গলবার দেশটিতে ৩৬৪ মিলিমিটার (১৪ দশমিক ৩ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা জিনান শহরের বার্ষিক গড় বৃষ্টিপাত ৭৩৩ মিলিমিটারের (২৮ দশমিক ৯ ইঞ্চির) প্রায় অর্ধেক। প্রবল বৃষ্টির ফলে জিনানের পার্বত্য গ্রাম শিউজি এবং ঝুজিয়াউয়ের আশপাশে আকস্মিক বন্যা দেখা দেয়। পানির তোড়ে ভেসে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৯টি বসতবাড়ি।

নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। পূর্ব এশিয়ার মৌসুমি বায়ুর কারণে চীনে চরম আবহাওয়া বিরাজ করছে। এই প্রবল বৃষ্টি তারই একটি অংশ। এই আবহাওয়া ধরনটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে নানা ধরনের বিঘ্নের কারণ হচ্ছে। 

প্যানেল মজি

×