ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরে আসবে না ইরান: আরাকচি

প্রকাশিত: ২০:৪০, ২২ জুলাই ২০২৫

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরে আসবে না ইরান: আরাকচি

ছবি: সংগৃহীত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার পরও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসবে না। সোমবার (২২ জুলাই) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আরাকচি বলেন, “আমরা সমৃদ্ধকরণ কার্যক্রম পরিত্যাগ করতে পারি না, কারণ এটি আমাদের বিজ্ঞানীদের একটি বড় অর্জন। এর বাইরেও এটি এখন জাতীয় গর্বের বিষয়।” তিনি আরও যোগ করেন, “আমাদের সমৃদ্ধকরণ আমাদের কাছে অত্যন্ত প্রিয়।”

তিনি বলেন, গত মাসে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর যে ক্ষতি হয়েছে, তা “গুরুতর” এবং সেই ক্ষতির মাত্রা বর্তমানে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা মূল্যায়ন করছে।

গত ১৩ জুন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করে। এই হামলায় ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীসহ এক হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হন। এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (NPT) সুস্পষ্ট লঙ্ঘন।

এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি আল-উদেইদে পাল্টা হামলা চালায়, যার ফলে আগ্রাসন থেমে যায়।

আরাকচি আরও বলেন, “যুক্তরাষ্ট্র যদি আমাদের বৈধ অধিকার, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বঞ্চিত করতে চায়, তবে তা কখনোই বাস্তবায়ন হবে না।”

তিনি ব্যাখ্যা করেন, “আমরা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি উৎপাদনের লক্ষ্যে ৫ শতাংশের নিচে সমৃদ্ধকরণ বজায় রাখছি। পাশাপাশি আমরা ২০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করি কারণ আমাদের তেহরানে একটি গবেষণা রিয়্যাক্টর আছে — যেটির নাম তেহরান রিসার্চ রিয়্যাক্টর (TRR)।”

তিনি আরও বলেন, “আমরা নিজেদের চাহিদার জন্যই ইউরেনিয়াম সমৃদ্ধ করছি। এমনকি একবার ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করেছিলাম, যখন আমাদের পারমাণবিক স্থাপনায় নাশকতা চালানো হয়।”

 

সূত্র: ইরনা নিউজ

মিরাজ খান

×