ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ে

১০ বছর অপেক্ষার প্রতিশোধ! মায়ের অপমান ভুলতে না পেরে খুন, ধরা পড়লো সোশ্যাল মিডিয়ার ছবিতে

প্রকাশিত: ২২:১৩, ২২ জুলাই ২০২৫; আপডেট: ২২:১৪, ২২ জুলাই ২০২৫

১০ বছর অপেক্ষার প্রতিশোধ! মায়ের অপমান ভুলতে না পেরে খুন, ধরা পড়লো সোশ্যাল মিডিয়ার ছবিতে

ছবিঃ সংগৃহীত

মায়ের উপর অন্যায়ের জ্বালা বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল দশ বছর ধরে। শেষমেশ সেই অপমানের প্রতিশোধ নিতে গিয়ে নিজেই জড়িয়ে গেল ভয়াবহ অপরাধে। উত্তরপ্রদেশের লখনউয়ে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যেখানে ১০ বছর আগে মাকে অপমান করার দায়ে এক ব্যক্তিকে খুন করে বসে যুবক। আর সেই খুনের সেলিব্রেশনে পার্টি করে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করতেই ধরা পড়ে যায় সে।

ধৃতের নাম সোনু কাশ্যপ। অভিযোগ, শৈশবে তার মাকে এক ডাবওয়ালা, মনোজ, জনসমক্ষে মারধর করে অপমান করেছিল। সেই দৃশ্য ছেলেবেলায় দেখেই মানসিকভাবে ভেঙে পড়েছিল সোনু। বছর দশেক পর মনোজকে খুঁজে বের করে খুনের পরিকল্পনা করে সে। সঙ্গে জুটিয়ে নেয় আরও চার বন্ধুকে—শর্ত একটাই, খুনের পর পার্টি দেবে সোনু।

খুনের পরিকল্পনা ও ঘটনা
মাস তিনেক নজরদারির পর ২২ মে মুন্সি পুলিয়াতে মনোজকে রড দিয়ে আঘাত করে দলটি। গুরুতর আহত মনোজকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ ঘেঁটে এক যুবকের কমলা টিশার্টের সূত্র ধরে এগোতে থাকে তারা।

ধরা পড়ার পরিণতি
মনোজকে খুন করার পর দেদার মদ ও নাচ-গানের পার্টি করে অভিযুক্তরা। আর সেই পার্টির ছবিই কাল হয়ে দাঁড়ায়। সিসিটিভির কমলা টিশার্ট পরা যুবকের সঙ্গে মিলে যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবির একজনের পোশাক। এরপরই পুলিশ একে একে চিহ্নিত করে সোনু-সহ বাকিদেরও গ্রেফতার করে।

পুলিশ জানায়, প্রতিশোধ নিতে গিয়ে আরও বড় অপরাধে জড়িয়ে পড়েছে সোনু। শুধু তাই নয়, হত্যাকাণ্ডের পর এতটাই আত্মবিশ্বাসে ভরপুর ছিল তারা যে পার্টির ছবি পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেয়।

এই ঘটনার পর সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে—শিশু বয়সে দেখা এক অপমান কীভাবে দশ বছর পর হিংস্র খুনে রূপ নিতে পারে!

ঘটনার তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে এবং তাদের কড়া শাস্তির দাবি জানানো হবে আদালতে।

সূত্রঃ এবিপি আনন্দ

ইমরান

×