ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগে মা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা 

প্রকাশিত: ১৯:২৭, ২২ জুলাই ২০২৫

মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগে মা গ্রেফতার

ছবি: সংগৃহীত।

মাদকাসক্ত ছেলেকে খুন করার অভিযোগে মা পারুল বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। মাদকাসক্ত ভ্যান চালক ছেলে মোটরসাইকেল না পেয়ে মাকে খুন করতে আসলে ধস্তাধস্তির একপর্যায়ে ছেলে খুন হয়।

ছেলে হত্যার অভিযোগে তালা থানা পুলিশ সোমবার রাতে তাকে গ্রেফতার করেন। ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মা খুনের ঘটনা স্বীকার করে বলেন, ছেলে ধারালো হাসুয়া দিয়ে তাকে খুন করতে এলে মা ছেলের ধস্তা ধ্বস্তিতে অস্ত্রের আঘাতে ছেলের মৃত্যু হয়। এর আগে মাকে মারপিট করার সময় স্ত্রী শান্তা খাতুন বাধা দিতে এলে তাকেও মেরে অজ্ঞান করে ফেলে তার স্বামী নিহত হাবিব মোড়ল।   

এলাকাবাসি জানায়, উপজেলার আটরই গ্রামের আব্দুল্লাহ মোড়লের ছেলে হাবিবুর মোড়ল (৩০) পেশায় ভ্যানচালক এবং মাদকাসক্ত। মাদক সেবনের জন্য সে প্রায়ই তার দিন মজুর বৃদ্ধ মা পারুল বেগম (৫৫) এবং স্ত্রীকে মারপিট করতো। এধরণের নির্যাতনের কারণে ইতোপূর্বে তার ২টি স্ত্রী সংসার ছেড়ে চলে যায়।

নিহত হাবিবুরের বর্তমান স্ত্রী শান্তা খাতুন বলেন, তার স্বামী মাদক সেবন করে আবার কখনও মাদকের টাকার জন্য তাকে সহ শাশুড়ি পারুল বেগমকে মারপিট ও গালিগালাজ করতো। গত কিছুদিন ধরে স্বামী হাবিবুর মটোরসাইকেল কেনার জন্য  তার মাকে চাপ দিয়ে আসছিল। দরিদ্র শাশুড়ি সেই টাকা দিতে না পারায় সোমবার (২১ জুলাই) রাত ৯টার দিকে স্বামী হাবিবুর রহমান বাড়িতে এসে টাকার জন্য তার মা ও স্ত্রীকে গালিগালাজ সহ মারপিট করে। স্বামীর মারপিটে সে অজ্ঞান হয়ে পড়ার পর জ্ঞান ফিরে এলে স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে রাত সাড়ে ১০টার দিকে স্বামী হাবিবুর রহমানকে তালা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

মিরাজ খান

×