
মডেল ও অভিনেত্রী সাফা কবির উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে বলেছেন, আমার হৃদয় রক্তাক্ত। কে ভেবেছিল, মা’কে দেওয়া সেটাই হবে শেষ বিদায়? কে জানতো, ওটাই হবে শেষ স্কুলে পৌঁছে দেওয়া?
কে কল্পনা করেছিল, শিশুদেরকে এমন কিছু দেখতে হবে? এটা অত্যন্ত ভারী। আমরা সবাই মানসিকভাবে ভেঙে পড়েছি। আসুন আজ রাতে আমরা সবাই নির্দোষ প্রাণগুলোর জন্য দোয়া করি। আল্লাহ্ যেন তাদের জান্নাত নসিব করেন।
আসুন আমরা সেই সব অভিভাবকদের জন্য প্রার্থনা করি, আল্লাহ্ যেন তাদের এই অসহনীয় কষ্ট সহ্য করার শক্তি দেন। আল্লাহ্ যেন আমাদের সবাইকে শান্তি ও সমৃদ্ধি দান করেন।
উল্লেখ্য যে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুলপর্যায়ের শিক্ষার্থী ছিল। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এ ছাড়া, বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছেন।
রিফাত