ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

হোয়াটসঅ্যাপে ‘ওয়াকি-টকি’ মোড! যেভাবে চালু করবেন নতুন এই ভয়েস ফিচার

প্রকাশিত: ০৩:৩৩, ২২ জুলাই ২০২৫

হোয়াটসঅ্যাপে ‘ওয়াকি-টকি’ মোড! যেভাবে চালু করবেন নতুন এই ভয়েস ফিচার

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীর যোগাযোগের প্রধান মাধ্যম হোয়াটসঅ্যাপ। নতুন নতুন ফিচার তো আসছেই, তবে এবার সামনে এলো এক ‘গোপন’ ফিচার— ওয়াকি-টকি মোড। অনেকেরই অজানা এই মোডটি আপনার বন্ধু বা পরিবারের সঙ্গে গ্রুপ কথোপকথনকে করে তুলতে পারে আরও তাৎক্ষণিক ও মজাদার।

কী এই ‘ওয়াকি-টকি’ মোড?

এটি এমন এক ভয়েস এক্সচেঞ্জ মোড, যা চালু করলে চ্যাটে পাঠানো ভয়েস মেসেজ সরাসরি প্লে হতে শুরু করে—একদম যেন ওয়াকি-টকির মতো। কল করার ঝামেলা ছাড়াই একের পর এক বার্তা আদান-প্রদান করা যায়। বিশেষ করে গ্রুপ চ্যাটে এই মোডটি কার্যকরী, যেখানে অনেকেই একসঙ্গে তাৎক্ষণিকভাবে কথা বলতে পারেন।

কীভাবে চালু করবেন?

১. প্রথমে নিশ্চিত হোন যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি সর্বশেষ আপডেট করা আছে (১১ জুন ২০২৫-এর পর)।

২. যেকোনো একটি গ্রুপ চ্যাটে প্রবেশ করুন।

৩. স্ক্রিনে পাশে সোয়াইপ করুন ও আঙুল কিছুক্ষণ ধরে রাখুন—লাইভ অডিও মোড চালু হয়ে যাবে।

৪. স্ক্রিনে একটি বিশেষ আইকন দেখাবে, যা মোডটি চালুর নির্দেশ দিবে।

টিপস: কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে অ্যাপটি রিস্টার্ট বা ইন্টারনেট সংযোগ রিফ্রেশ করলে ফিচারটি চালু হয়।

কেন ব্যবহার করবেন?

বন্ধুদের সঙ্গে পরিকল্পনা, পারিবারিক আড্ডা বা দলগত কাজের আলোচনা—সব ক্ষেত্রেই তাৎক্ষণিক অডিও বার্তা বিনিময় অনেক সহজ ও প্রাণবন্ত হয়ে ওঠে এই মোডে। তবে মনে রাখতে হবে, এসব ভয়েস মেসেজ সংরক্ষিত হয় না। কেউ মিস করলে পরে শুনতে পারবেন না।

নতুন ধাঁচের যোগাযোগ

এই ফিচার গ্রুপ চ্যাটে জীবন্ততা ফিরিয়ে আনতে পারে। একঘেয়ে লেখা আর ভয়েস ক্লিপের যুগ পেরিয়ে সরাসরি শোনা ও বলা—নতুন এই এক্সপেরিয়েন্স হোয়াটসঅ্যাপকে নিয়ে যাচ্ছে এক ধাপ এগিয়ে।

 

সূত্র: https://3dvf.com/en/whatsapps-secret-walkie-talkie-mode-exists-heres-how-to-activate-it/

রাকিব

×