ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

কেন বদলায় চাঁদের রং? বৈজ্ঞানিক ব্যাখ্যায় জানুন রহস্য

প্রকাশিত: ২২:৪০, ২১ জুলাই ২০২৫; আপডেট: ২২:৪১, ২১ জুলাই ২০২৫

কেন বদলায় চাঁদের রং? বৈজ্ঞানিক ব্যাখ্যায় জানুন রহস্য

ছবি: সংগৃহীত

আকাশে চাঁদের রঙ হঠাৎ বদলে যেতে দেখা যায়। কখনো তা নীলচে, কখনো আবার রক্তিম। অনেক সময় এসব নামকরণ কোনো বিশেষ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা বা মৌসুমী ঘটনার সঙ্গে সম্পর্কিত—যেমন ‘স্ট্রবেরি মুন’ নামটি এসেছে সেই সময়ের সঙ্গে যখন বিশ্বের কিছু অংশে স্ট্রবেরি পাকার মৌসুম হয়। তবে প্রশ্ন থেকে যায়, চাঁদ নিজে তো আলো ছড়ায় না, তাহলে কেন বদলায় তার রং?

আলো নয়, প্রতিফলন ঘটায় চাঁদ

চাঁদ আসলে সূর্যের আলো প্রতিফলিত করে আমাদের চোখে পৌঁছে দেয়। চাঁদের পাথুরে ভূমি মূলত ধূসর বর্ণের ‘অ্যানোরথোসাইট’ নামক শিলার তৈরি, যদিও কিছু অংশে কালচে বেসল্ট শিলা রয়েছে। এই ধূসর পাথর আলোকে সমভাবে শোষণ করে এবং বাকি অংশ প্রতিফলিত করে দেয়, যার কারণে চাঁদকে আমরা সাধারণত ধূসর-সাদা দেখতে পাই।

আবহাওয়াই বদলায় চাঁদের রং

চাঁদের আলো ঠিক কীভাবে প্রতিফলিত হয়ে আমাদের চোখে পৌঁছায়, তা নির্ভর করে পৃথিবীর বায়ুমণ্ডলের ওপর। যখন চাঁদ মাথার ওপরে থাকে, তখন আলো খুব কম দূরত্বে বায়ুমণ্ডলের ভেতর দিয়ে আসে, ফলে তেমন ছড়িয়ে পড়ে না এবং সাদা আলো সরাসরি পৌঁছে যায়। কিন্তু যখন চাঁদ দিগন্তের কাছাকাছি থাকে, তখন আলোকে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। এই সময় বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো ছড়িয়ে যায়, এবং কিছু কিছু রঙের আলো বেশি প্রবেশ করতে পারে।

রক্তিম চাঁদের রহস্য

‘রক্তচাঁদ’ বা চন্দ্রগ্রহণের সময়, সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে প্রতিফলিত হয়ে চাঁদে পৌঁছায়। এই সময় নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য সম্পূর্ণভাবে শোষিত হয়, আর বাকি লাল ও কমলা আলোর তরঙ্গ চাঁদে পৌঁছে প্রতিফলিত হয়। ফলে চাঁদকে রক্তিম দেখায়।

 

সূত্র: https://www.bgr.com/science/this-is-why-moonlight-changes-colors/

রাকিব

×