
ছবি: সংগৃহীত
ওপেনএআই চালু করেছে নতুন উদ্ভাবন চ্যাটজিপিটি এজেন্ট, যা ব্যবহারকারীর পক্ষ থেকে একটি ভার্চুয়াল কম্পিউটার ব্যবহার করে জটিল কাজ সম্পন্ন করতে পারে। এটি শুধুমাত্র কথোপকথন নয়—ব্যবহারকারীর সময়সূচী দেখে মিটিংয়ের পূর্বাভাস দেওয়া, পরিবারের নাশতার উপকরণ কিনে দেওয়া বা প্রতিযোগী প্রতিষ্ঠানের বিশ্লেষণ করে উপস্থাপনা বানানোর মতো কাজও করতে পারে।
এই এজেন্ট প্রশিক্ষিত হয়েছে পুনর্বলন শেখার মাধ্যমে এবং এতে একসঙ্গে ব্যবহার করা যায় লেখা ও দৃশ্য প্রদর্শনযন্ত্র, টার্মিনাল, ইত্যাদি। এটি মূলত ওপেনএআই-এর দুটি পূর্ববর্তী টুল অপারেটর ও ডিপ রিসার্চ-এর সমন্বয়ে তৈরি।
এক প্রদর্শনীতে দেখা গেছে, চ্যাটজিপিটি এজেন্ট ব্যবহারকারীর ক্যালেন্ডার দেখে সন্ধ্যার ফাঁকা সময় খুঁজে রেস্টুরেন্ট বুক করতে পারে, আবার প্রতি বৃহস্পতিবার অফিসের পার্কিং অনুরোধ পাঠানোর মতো ছোট কাজও নিজে থেকে করে দিতে পারে।
যদিও এজেন্টটি কিছু ক্ষেত্রে ধীর, তবে কাজের গতি ও স্বয়ংক্রিয়তা ব্যবহারকারীর সময় বাঁচায়। গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ যেমন ইমেইল পাঠানো বা বুকিং নিশ্চিত করার আগে এটি ব্যবহারকারীর অনুমতি নেয়।
বর্তমানে প্রো, প্লাস ও টিম ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন। এন্টারপ্রাইজ ও শিক্ষা প্ল্যাটফর্মে এটি আসছে গ্রীষ্মে। তবে ইউরোপীয় অঞ্চলে চালুর সময় এখনও ঘোষণা হয়নি।
প্রযুক্তি বিশ্বে "কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট" এখন ভবিষ্যতের প্রতীক। অনেকেই বলছেন, চ্যাটজিপিটি এজেন্ট আমাদের কাছাকাছি নিয়ে যাচ্ছে বাস্তবের “জারভিস”-এর মতো এক সহকারীর।