
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সোমবার তারা পৃথকভাবে এ শোকবার্তা দেন। শোকবার্তায় রাষ্ট্রপতি দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দ্রæত আরোগ্য কামনা করেন।
বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’
প্রধান উপদেষ্টা ছাড়াও শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আরবার (সি আর আরবার), সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ভ‚মি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৃটিশ হাইকমিশনার সারাহ কুকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
প্রধান উপদেষ্টা শোকবার্তায় বলেন, ‘এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।’
সরকার প্রধান আহতদের দ্রæত আরোগ্য কামনা এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা বলেন, সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।
এদিকে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহŸান জানিয়েছেন।
ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, ‘মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত। শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠানে এমন মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হওয়া কোনোভাবেই কাম্য নয়।’
তিনি আরও লেখেন, ‘এই হৃদয়বিদারক ঘটনায় আহত ও মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের জন্য আমার আন্তরিক প্রার্থনা রইল। আমি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী, বিশেষ করে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং চিকিৎসাসংশ্লিষ্ট পেশাজীবীদের আহŸান জানাচ্ছি, তারা যেন দ্রæত দুর্ঘটনাস্থলে গিয়ে আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান।
তারেক রহমান বলেন, ‘এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কারণ, আমরা একত্রে এই জাতির অংশ- মানবিকতা ও সহমর্মিতার ভিত্তিতে গড়ে ওঠা একটি দেশ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার ফেসবুক পেজে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কাজে অংশগ্রহণ, আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তার আহŸান জানিয়েছেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আল্লাহ তা’য়ালা নিহতদের ওপর রহম করুন, ক্ষমা করুন ও এদের প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আহতদের আল্লাহ তা’য়ালা দ্রæত পরিপূর্ণ সুস্থতা দান করে অপরিসীম নিয়ামতে সিক্ত করুন। নিহতদের আপনজন, প্রিয়জন ও শুভাকাক্সক্ষীদের আল্লাহ তা’য়ালা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।’
দিয়াবাড়িতে হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে আহতদের জরুরি সহায়তা দিতে দলের যুব সংগঠন- জাতীয় যুবশক্তি ও ‘ডক্টর্স উইংকে নির্দেশ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক নাহিদ ইসলাম।
সংবাদমাধ্যমে এনসিপির তথ্য দেওয়ার ফেসবুক গ্রæপে বলা হয়, নাহিদ ইসলাম সর্বস্তরের নেতাকর্মীদের উদ্ধার কাজে সহায়তা, আহতদের চিকিৎসা ব্যবস্থার সহযোগিতা এবং সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বার্ন ইউনিটের চিকিৎসক আবদুল আহাদের সমন্বয়ে দলের একটি মেডিক্যাল টিম কাজ করছে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়। টিমের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মো. আবদুল আহাদ, মিডিয়া সেলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন, হেলথ উইংয়ের সমন্বয়ক ডা. মাহমুদ আলম মিতু, সদস্য ডা. মো. ইউসুফ জামিল তিহান. ডা. মনির হোসেন. ডা. মারুফুল ইসলাম ও ডা. সাব্বির আহমেদ।
এদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় একটি স্কুলে বিমান দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বৃটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার বাংলাদেশে অবস্থিত বৃটিশ হাইকমিশনার এক বার্তায় এ উদ্বেগ প্রকাশ করেন।
বার্তায় বৃটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবরে আমরা উদ্বিগ্ন ও গভীর সমবেদনা প্রকাশ করছি। সঙ্গে সঙ্গে গভীর দুঃখ প্রকাশ করছি। ক্ষতিগ্রস্তদের গভীর সমবেদনা প্রকাশ করছি। পাশাপাশি এ জরুরি মুহূর্তে যারা পরিষেবা প্রদান করছেন, তাদের প্রতিও গভীর সমবেদনা জানাচ্ছি।
প্যানেল মজি