ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

আহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট পরিদর্শনে ইশরাক হোসেন

প্রকাশিত: ০০:৩০, ২২ জুলাই ২০২৫; আপডেট: ০০:৩২, ২২ জুলাই ২০২৫

আহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট পরিদর্শনে ইশরাক হোসেন

ছবি: সংগৃহীত

সোমবার (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে এ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। এ ঘটনায় ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। বিমান দুর্ঘটনায় আহতদের অনেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট) ভর্তি হয়েছেন।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন। নিজের ফেসবুক পেজে তিনি একটি ভিডিও আপলোড করেছেন, যাতে দেখা যায়, তিনি বিমান দুর্ঘটনায় আহতদের দেখছেন এবং তাদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানতে একজন নার্সের সাথে কথা বলছেন।

ইশরাক হোসেনের ফেসবুক পেজে আপলোড করা এই ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘মাইলস্টোন স্কুলের মর্মান্তিক ঘটনায় আহত স্কুলশিশু এবং অন্যান্যদের চিকিৎসার খোঁজখবর ও পরিবারকে সান্ত্বনা দিতে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে পরিদর্শন।’

 

সূত্র: https://web.facebook.com/reel/2409673696100872

রাকিব

×