
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিবাদের মূলোৎপাটনে মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। সোমবার (২১শে জুলাই) 'মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে' উপলক্ষ্যে যাত্রাবাড়ির জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক সমাবেশে তিনি একথা বলেন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এই সমাবেশের আয়োজন করে।
জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান স্মরণ করে তিনি বলেন, এই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীরা সামনে থেকে লড়াই করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে অনেক মাদ্রাসা শিক্ষার্থী শহিদ হয়েছেন। উপদেষ্টা শহিদ মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করেন।
জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, মাদ্রাসা শিক্ষার্থী, আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে, সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে।আওয়ামী সরকারের গত ১৫ বছরের শাসনামলে আলেম সমাজের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থী ও আলেমদের প্রতি বিদ্বেষ রাষ্ট্রীয় নীতিতে পরিণত করা হয়েছিল। ওই সময় মাদ্রাসা শিক্ষার্থীদের আলাদাভাব ট্রিট (মূল্যায়ন) করার একটি প্রবণতা ছিল। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরের সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, ওই দিন রাতে নির্বিচারে গুলি করে ৬০-৭০ বা এর চেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়েছে। অসংখ্য মানুষ আহত হয়েছেন।
মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নবিজির আখলাক (চরিত্র) থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং সেই শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করতে হবে। তিনি আরও বলেন, "কাউকে আমরা যেন মজলুম না বানাই। আমরা মজলুম ছিলাম, আমরা যেন জালিম না হয়ে যাই।" তিনি যেকোনো জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
রাজু