ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

যত রক্ত লাগবে সব ছাত্রদল ম্যানেজ করবে: ছাত্রদল সভাপতি

প্রকাশিত: ০০:৪২, ২২ জুলাই ২০২৫

যত রক্ত লাগবে সব ছাত্রদল ম্যানেজ করবে: ছাত্রদল সভাপতি

ছবিঃ সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি জানিয়েছেন, রক্তের প্রয়োজন হলে ছাত্রদলই তা ম্যানেজ করবে।

সোমবার (২১ জুলাই) রাতে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি বলেন, "আমরা উত্তরা আধুনিক মেডিকেল কলেজে রয়েছি। ছাত্রদলের পক্ষ থেকে শুরু থেকেই আমাদের ডাক্তার সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই মর্মান্তিক দৃশ্য চোখে দেখা যায় না। তারপরও আমরা চেষ্টা করছি, যাতে সর্বোচ্চ সহযোগিতা দিতে পারি।"

তিনি আরও বলেন, "যত রক্ত লাগবে, সব ছাত্রদল ম্যানেজ করবে। বার্ন ইউনিটে যারা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদেরও পাঠানো হয়েছে। এছাড়াও, উত্তরা মেডিকেলের স্থানীয় নেতাকর্মীদেরও সক্রিয় রাখা হয়েছে।"

ছাত্রদল সভাপতি জানান, “আমরা একজন মনিটর নিয়োগ করেছি—সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর বাবুকে। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ইতিমধ্যে অনেক ব্লাড দেয়া হয়েছে। যাদের অবস্থা গুরুতর, তাদের দ্রুত হাসপাতালে পাঠাতে যাতে কোনো প্রতিবন্ধকতা না হয়, সে জন্য আমরা উৎসুক জনতাকে সরিয়ে দেওয়ারও চেষ্টা করছি।”

সূত্রঃ https://www.facebook.com/share/p/1JbmoDbr2Y/

ইমরান

×