ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

১২ দলীয় জোট থেকে জাতীয় জাগপাকে অব্যাহতি

প্রকাশিত: ১৫:৩১, ২১ জুলাই ২০২৫

১২ দলীয় জোট থেকে জাতীয় জাগপাকে অব্যাহতি

ছবি: সংগৃহীত

১২ দলীয় জোট থেকে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার জোটের শীর্ষ নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেছেন, আমরা গভীর দুঃখ ও পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি যে, দীর্ঘদিন ধরে ১২ দলীয় জোটের কর্মকান্ডে অসহযোগিতা ও গৃহীত সিদ্ধান্ত ও নীতিমালা পরিপন্থী কার্যকলাপ পরিচালনা করা এবং জোটের শৃঙ্খলা ভঙ্গের দরুন জোটের সিদ্ধান্ত মোতাবেক জাগপাকে জোটের সদস্য হতে অব্যাহতি প্রদান করা হলো। জাগপার ভবিষ্যৎ কর্মকাণ্ডে ১২ জোটের কোনো দায় থাকবে না। 

১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শিহাব

আরো পড়ুন  

×