ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ভারতে ‘দৃশ্যম’ সিনেমা স্টাইলে নৃশংস হত্যাকাণ্ড: স্ত্রীর ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস

প্রকাশিত: ২০:৩২, ২১ জুলাই ২০২৫; আপডেট: ২০:৩৩, ২১ জুলাই ২০২৫

ভারতে ‘দৃশ্যম’ সিনেমা স্টাইলে নৃশংস হত্যাকাণ্ড: স্ত্রীর ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পালঘর জেলায় ঘটে গেছে এক ভয়াবহ হত্যাকাণ্ড, যা ভারতীয় জনপ্রিয় সিনেমা ‘দৃশ্যম’-এর দৃশ্যকে মনে করিয়ে দেয়। পুলিশের ধারণা, এক নারী তার প্রেমিকের সহযোগিতায় স্বামীকে খুন করে ঘরের মেঝের নিচে লুকিয়ে রাখেন।

নিহত ব্যক্তি ৩৫ বছর বয়সী বিজয় চাভান। তিনি গত ১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন। মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে নালাসোপারা পূর্বের গাডগাপাড়া এলাকায় স্ত্রী কমল চাভানের (২৮) সঙ্গে বসবাস করতেন তিনি।

সোমবার (২১ জুলাই) সকালে বিজয়ের ভাইয়েরা তাকে খুঁজতে গিয়ে তার বাড়িতে যান। সেখানে তারা লক্ষ্য করেন, ঘরের কিছু টাইলসের রঙ বাকি অংশের চেয়ে আলাদা। সন্দেহ হলে তারা সেই টাইলস খুলে ফেলেন। সেখান থেকে একটি গেঞ্জি ও দুর্গন্ধ পাওয়া যায়। পরে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ এসে টাইলসের নিচ থেকে বিজয় চাভানের মরদেহ উদ্ধার করে। এতে ভাইদের সব আশঙ্কাই সত্যি হয়ে ওঠে।

পুলিশের ধারণা, কমল চাভান ও তার প্রতিবেশী মনু মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তারা দুজনই বর্তমানে পলাতক। জানা গেছে, কমল ও মনুর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তারাই এখন পুলিশের সন্দেহভাজন হিসেবে তদন্তের মূল কেন্দ্রে রয়েছেন।

ঘটনার পর থেকে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

সূত্র: এনডিটিভি।

রাকিব

×