
ছবি: সংগৃহীত।
কাস্পিয়ান সাগরে ইরান ও রাশিয়ার যৌথ মহড়া CASAREX 2025 সোমবার (স্থানীয় সময়) শুরু হয়েছে। মহড়ার মুখপাত্র দ্বিতীয় অ্যাডমিরাল মোহসেন রজ্জাঘি ডেলারেসতাঘি জানান, এই উদ্ধার মহড়া দুটি ধাপে পরিচালিত হচ্ছে— উপকূলীয় ও সামুদ্রিক।
এই মহড়ায় অংশ নিচ্ছে ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিট, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি), আইন প্রয়োগকারী বাহিনী এবং রাশিয়ান ফেডারেশন নেভির সদস্যরা। এছাড়াও, কাস্পিয়ান সাগর-সংশ্লিষ্ট অন্যান্য উপকূলবর্তী দেশের পর্যবেক্ষকরাও উপস্থিত রয়েছেন।
"নিরাপদ ও সুরক্ষিত কাস্পিয়ান সাগরের জন্য একসাথে"—এই স্লোগানে পরিচালিত CASAREX 2025 মহড়ার মূল লক্ষ্য হলো:
আঞ্চলিক নৌ বাহিনীর নিরাপত্তা ও সুরক্ষা স্থাপন-সক্ষমতা প্রদর্শন,
জাহাজ কর্মী ও অভিযানে নিয়োজিত ইউনিটগুলোর আত্মবিশ্বাস বৃদ্ধি,
এবং কাস্পিয়ান-সংশ্লিষ্ট দেশগুলোর নৌ বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করা।
সোমবার ইরানি সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, রাশিয়ার SB738 নামক একটি নৌযান মহড়া এলাকায় প্রবেশ করলে ইরানের নৌবাহিনী তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়।
রাশিয়ান নৌযানের কমান্ডার আশাবাদ ব্যক্ত করে বলেন, এমন যৌথ মহড়া দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারে সহায়ক হবে এবং ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের মহড়া চালিয়ে যাওয়া সম্ভব হবে, যা উভয় বাহিনীর শক্তি বৃদ্ধি করবে।
সূত্র: ইরনা নিউজ
মিরাজ খান