ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

সামরিক বিমানের মুখোমুখি যাত্রীবাহী ফ্লাইট

প্রকাশিত: ০১:২০, ২২ জুলাই ২০২৫

সামরিক বিমানের মুখোমুখি যাত্রীবাহী ফ্লাইট

যুক্তরাষ্ট্রের উত্তর ডাকোটায় একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি বি-৫২ বোমারু বিমানের সঙ্গে সংঘর্ষ এড়াতে “গো-অ্যারাউন্ড” (নির্ধারিত অবতরণ বাদ দিয়ে পুনরায় উপরে উঠে যাওয়া) কৌশল অবলম্বন করে—বিষয়টি পাইলটের সামাজিক মাধ্যমে দেওয়া মন্তব্য এবং সংশ্লিষ্ট এয়ারলাইনের বিবৃতিতে উঠে এসেছে।

শুক্রবারের এই ঘটনাটি তদন্ত করছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ), যা সোমবার নিশ্চিত করেছে।

স্কাইওয়েস্ট ফ্লাইট ৩৭৮৮, যা ডেল্টা সংযোগ হিসেবে মিনিয়াপোলিস থেকে মিনোট, উত্তর ডাকোটায় যাচ্ছিল, এটিসি টাওয়ার থেকে অবতরণের অনুমতি পেয়েছিল বলে জানিয়েছে স্কাইওয়েস্ট। তবে বিমানটি “গো-অ্যারাউন্ড” করে যখন পাইলট দেখতে পান, তাদের ফ্লাইট পথের মধ্যে একটি অন্য বিমান রয়েছে। স্কাইওয়েস্ট জানিয়েছে, তারা নিজেরাও ঘটনাটি তদন্ত করছে।

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এ ঘটনায় বিস্তারিত জানায়নি। তবে তারা নিশ্চিত করেছে, একটি বিশালাকৃতির বি-৫২ বোমারু বিমান মিনোটে অনুষ্ঠিত উত্তর ডাকোটা স্টেট ফেয়ারে ফ্লাইওভার করছিল। মিনোট শহরেই একটি বাণিজ্যিক বিমানবন্দর ও বিমান বাহিনীর ঘাঁটি অবস্থিত।

বাণিজ্যিক বিমানের পাইলট যাত্রীদের জানান, বি-৫২ বিমানটি তাদের দিকে আসা পথে ছিল বলে মনে হচ্ছিল। এক ভিডিওতে এই মন্তব্য ধরা পড়ে, যা ইনস্টাগ্রামে পোস্ট করা হয় এবং স্টোরিফুল তা যাচাই করেছে। পাইলট যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে বলেন, সংঘর্ষ এড়াতে তিনি “আগ্রাসী কৌশল” নিয়েছিলেন এবং বলেন, “আমাদের কেউ এই বিমানের কথা বলেনি।”

ওয়াশিংটন পোস্ট পর্যালোচনা করা ফ্লাইট ট্র্যাকিং ডেটায় দেখা গেছে, বিমানটি অবতরণ করতে গিয়ে হঠাৎ ডানদিকে ঘুরে যায় এবং পরে উচ্চতায় উঠে গিয়ে একটি বৃত্তাকার পথ ধরে আবার অবতরণের চেষ্টা করে। ট্র্যাকিং ডেটা অনুযায়ী, বি-৫২ বিমানটিও ঐ সময়ের কাছাকাছি এলাকায় উপবৃত্তাকার পথে উড়ছিল।

সানজানা

×