ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

অফিস সপ্তাহ ছোট হচ্ছে অস্ট্রেলিয়ায়!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:৩৮, ২২ জুলাই ২০২৫

অফিস সপ্তাহ ছোট হচ্ছে অস্ট্রেলিয়ায়!

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় কর্মজীবীদের জন্য বড় সুখবর আসতে পারে। দেশটিতে চারদিনের কর্মসপ্তাহ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ান ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়ন (AMWU) এবং অস্ট্রেলিয়ান নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ফেডারেশন নতুন করে এই প্রস্তাব তুলেছে। তাদের দাবি, কর ছাড়ের পরিবর্তে কাজের ঘণ্টা কমানো এবং ছুটি বাড়ানো হলে কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং জীবনের মানোন্নয়ন ঘটবে।

এই প্রস্তাবটি এসেছে প্রোডাকটিভিটি কমিশনের আলোচনার প্রেক্ষিতে, যা আগামী মাসে একটি অর্থনৈতিক সংস্কার সংলাপে আলোচ্য বিষয়ে পরিণত হবে। AMWU-এর জাতীয় সেক্রেটারি স্টিভ মারফি বলেছেন, কর ছাড় নয়, বরং কাজের সময় কমিয়ে কর্মীদের পরিবার ও নিজের জন্য সময় ব্যয় করার সুযোগ দেওয়া উচিত।

তিনি আরও বলেন, “আমরা সেই দল নই যারা বলি কর কমানো উচিত। বরং উৎপাদনশীলতার সুফল যদি বণ্টন করতে হয়, তাহলে কম সময় কাজ করে একই বেতন পাওয়াটাই হতে পারে একটি উত্তম সমাধান।”

অস্ট্রেলিয়ার সোশ্যাল সার্ভিস মন্ত্রী তানিয়া প্লিবারসেক জানিয়েছেন, সরকার এই প্রস্তাব নিয়ে উন্মুক্তভাবে ভাবছে এবং বিভিন্ন পক্ষের মতামতকে সম্মান জানিয়ে শুনবে। তিনি বলেন, “উৎপাদনশীলতা বাড়াতে মানুষকে বেশি সময় কাজ করানোর পুরনো নীতিতে আমরা ফিরতে চাই না। বরং আমরা মানুষের দক্ষতা, প্রযুক্তি ও উদ্ভাবনী পদ্ধতিতে বিনিয়োগ করতে চাই।”

অন্যদিকে, স্কিলস মন্ত্রী অ্যান্ড্রু গাইলস বলেন, দেশের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হবে ইলেকট্রিশিয়ান, বৃদ্ধ ও শিশু যত্ন, স্বাস্থ্য এবং প্রতিবন্ধী সহায়তা খাতে কর্মরত মানুষের।

এদিকে মঙ্গলবার (২২ জুলাই) পার্লামেন্ট পুনরায় বসছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবনিস ছাত্রঋণ ২০ শতাংশ কমানো, অনিরাপদ চাইল্ড কেয়ার সেন্টারগুলোর ভর্তুকি বন্ধ করা এবং ফেয়ার ওয়ার্ক কমিশনের মাধ্যমে শাস্তিমূলক হারে বেতন কমিয়ে দেওয়ার বিরুদ্ধে আইন প্রণয়নের পরিকল্পনা করেছেন।

মুমু ২

×