ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ভারতের উপরাষ্ট্রপতি পদত্যাগ করলেন

প্রকাশিত: ০০:৪৬, ২২ জুলাই ২০২৫

ভারতের উপরাষ্ট্রপতি পদত্যাগ করলেন

সংগৃহীত

ভারতের উপরাষ্ট্রপতি (Vice President) জগদীপ ধনখড় ২১ জুলাই সন্ধ্যায় স্বাস্থ্যগত কারণ ও চিকিৎসকের পরামর্শ মেনে পদত্যাগ করেছেন। তিনি ২০২২ সালের আগস্টে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং তাঁর মেয়াদ ২০২৭ সালে শেষ হওয়ার কথা ছিল 

ধনখড় একটি লিখিত পদত্যাগপত্রে জানিয়েছেন:“To prioritise health care and abide by medical advice, I hereby resign as the Vice President of India, effective immediately…” 

তিনি তাঁর পদত্যাগপত্রে রাষ্ট্রপতি দ্রৌপদী murmu-কে ধন্যবাদ জানিয়েছেন সহযোগিতার জন্য এবং বলেন, ভারতের বৈশ্বিক উন্নয়নে দায়িত্ব পালনে ভালো লাগছে 

ভারতের সংবিধানের Article 67(a) অনুযায়ী ঊর্ধ্বপদে পদত্যাগ হলে শীঘ্রই নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন দ্রুত তা আয়োজন করবে—পারের সদস্যদের ভোটে সবার মধ্যে গোপনভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে 

ধনখড়, ৭৪ বছর বয়সে, সম্ভবত প্রথম উপরাষ্ট্রপতি হিসেবে মূলত স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করলেন , এর আগে উপরাষ্ট্রপতি হিসেবে অন্য কেউ চিকিৎসাজনিত কারণে পদত্যাগ করেননি 

তাঁর পদত্যাগ মনসুন সেশনের প্রথম দিনে আসে—এই সময়ে দলে রাজনৈতিক আলোচনার সৃষ্টি করেছে  ,কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, “তবে বিষয়টা বেশ গভীর, শুধু চিকিৎসাজনিত সমস্যাই নয়?”— এই পদত্যাগ কৌশলগত কোনো ঘূর্ণিঝড় না তা স্পষ্ট হওয়া বাকি 

ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদের হঠাৎ পদত্যাগ একটি বড় রাজনৈতিক ঘটনা, একদিকে তা স্বাস্থ্য বিষয়ক অপরাধ, অন্যদিকে তা সমালোচনায় নতুন দ্বিমত সৃষ্টি করছে।

হ্যাপী

×