ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশুরা, রক্তের জন্য আহ্বান কাল সকালে

প্রকাশিত: ০১:২৭, ২২ জুলাই ২০২৫

বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশুরা, রক্তের জন্য আহ্বান কাল সকালে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এখন চলছে এক শ্বাসরুদ্ধকর লড়াই। একটি মর্মান্তিক দুর্ঘটনায় দগ্ধ হয়ে ভর্তি হওয়া অন্তত ৪৪ জনের মধ্যে ৩৮ জনের শরীরের ৭০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। এর মধ্যে ১০ থেকে ১২ জন শিশু আইসিইউতে রয়েছেন, যাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। চিকিৎসকরা বলছেন, কেউ কেউ শ্বাসনালীতেও গুরুতর দগ্ধ হয়েছেন যা বেঁচে থাকার সম্ভাবনাকে আরও সংকুচিত করে।

আজ রাতভর বার্ন ইউনিটের সামনের গেটজুড়ে মানুষের ঢল। স্বজনদের কান্না, স্বেচ্ছাসেবীদের ব্যস্ততা আর উৎসুক জনতার জটলা,সব মিলিয়ে গোটা এলাকাটি যেন এক বেদনাময় যুদ্ধক্ষেত্র। কেউ এসেছেন নিখোঁজ প্রিয়জনের খোঁজে, কেউ এসেছেন রক্ত দিতে।

রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বারবার মাইকিং করে জানাচ্ছে এই মুহূর্তে রক্ত পর্যাপ্ত রয়েছে, তবে আগামীকাল সকালে পুনরায় রক্তের প্রয়োজন হতে পারে। তাই ইচ্ছুকদের অনুরোধ করা হচ্ছে, ভিড় না করে সকালেই যেন এসে রক্ত প্রদান করেন।

চিকিৎসকরা বলছেন, দগ্ধ রোগীদের বিশেষ করে যারা ৪০-৫০ শতাংশের বেশি পুড়ে গেছেন, তাদের ক্ষেত্রে টিকে থাকার সম্ভাবনা অত্যন্ত কম থাকে। তবে চিকিৎসা দল প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে এই শিশুদের জীবন ফিরিয়ে আনার জন্য।

একজন স্বেচ্ছাসেবী বলেন, "বাচ্চাগুলোর মুখ দেখলেই বুকটা ভেঙে যাচ্ছে। এমনভাবে পুড়েছে, চিনে রাখা যায় না। তবুও সবাই চেষ্টা করছে, একসাথে লড়ছে।"

এদিকে, দেশজুড়ে বহু মানুষ এই ঘটনায় হতবাক ও শোকাহত। বার্ন ইউনিটের সামনে অপেক্ষমান একজন স্বজন সাংবাদিকদের বলেন, "আমার ভাইটা বাঁচবে তো? শুধু একবার তার মুখটা দেখতে চাই।"

চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা সকলের কাছে একটাই অনুরোধ জানিয়েছেন “এই শিশুদের জন্য দোয়া করুন। প্রার্থনা করুন যেন তারা মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারে।”

Jahan

×