ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

দুর্ঘটনার আগেই সতর্কবার্তা? অ্যানোনিমাস ফেসবুক পোস্ট ঘিরে রহস্য!

প্রকাশিত: ০১:১১, ২২ জুলাই ২০২৫

দুর্ঘটনার আগেই সতর্কবার্তা? অ্যানোনিমাস ফেসবুক পোস্ট ঘিরে রহস্য!

ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। এই দুর্ঘটনার প্রেক্ষাপটে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।

‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামের একটি ফেসবুক পেজে দুর্ঘটনার আগের দিন একটি পোস্টে ভবিষ্যদ্বাণীধর্মী সতর্কবার্তা দেখা যায়। সেখানে বলা হয়েছিল, “একটি স্কুল ভবন ধসে পড়তে পারে, অনেক শিশুর মৃত্যু হতে পারে। খুব দ্রুত ভয়াবহ বিপর্যয় আসছে।” পোস্টে ভবনের রক্ষণাবেক্ষণের দুর্বলতাকেই সম্ভাব্য বিপর্যয়ের কারণ হিসেবে উল্লেখ করা হয়।

তবে পোস্টটিতে বাংলাদেশ, ঢাকা, বা মাইলস্টোন স্কুলের নাম কোথাও সরাসরি উল্লেখ ছিল না। এমনকি ঘটনাটি কোথায় ঘটবে, তাও নির্দিষ্ট করা হয়নি।

পেজটির পরিচয় ঘিরে রয়েছে ধোঁয়াশা। পরিচালকদের কেউই মুখ দেখায় না, একটি বিশেষ মুখোশ পরা অবস্থায় ভিডিও বা ছবি প্রকাশ পায়। লোকেশন হিসেবে লেখা রয়েছে ‘হাওয়াই’, তবে এটি কতটা নির্ভরযোগ্য, তা নিয়েও সন্দেহ রয়েছে।

দুর্ঘটনার পর অনেকেই পেজটির আগাম বার্তাকে ঘটনাটির সঙ্গে মেলাচ্ছেন, যা সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। তবে সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পোস্টের কোনো ভিত্তি নেই। অনেক সময় পুরনো পোস্টের ক্যাপশন পরিবর্তন করে বিভ্রান্তি ছড়ানো হয়। তারা সবাইকে এ ধরনের পোস্ট আমলে না নেওয়ার পরামর্শ দিয়েছেন।

এদিকে, দুর্ঘটনার বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। পাইলট শেষ মুহূর্তে ফাঁকা জায়গায় বিমানটি নামানোর চেষ্টা করেন। বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।

এই ঘটনা একদিকে যেমন মানবিক শোকের, তেমনি প্রযুক্তি জগতে ভুল তথ্য ও গুজব ছড়ানোর আরও একটি উদাহরণ হিসেবে সামনে এসেছে।

Jahan

×