ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

বাচ্চাকে স্কুল থেকে নিতে এসে নিখোঁজ মা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:০৬, ২২ জুলাই ২০২৫

বাচ্চাকে স্কুল থেকে নিতে এসে নিখোঁজ মা

ছবি: সংগৃহীত

বাচ্চাকে স্কুল থেকে নিতে এসে এক মা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন তার স্বজন। নিখোঁজ ব্যক্তির স্বজন জানিয়েছেন, মেয়েকে পাওয়া গেছে, কিন্তু বিভিন্ন হাসপাতালে খুঁজেও তার মাকে পাওয়া যায়নি। জানা গেছে, নিখোঁজ ওই মায়ের নাম লামিয়া আক্তার সোনিয়া। তিনি উত্তরার বাউনিয়া এলাকার বাসিন্দা ছিলেন।

উল্লেখ্য যে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুলপর্যায়ের শিক্ষার্থী ছিল। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এ ছাড়া, বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছেন। 

মুমু ২

×