
ছবি: প্রতীকী
ছবিকে ভিডিওতে রূপান্তরের পথ এবার আরও সহজ করে দিল গুগল। তাদের এআইচালিত প্ল্যাটফর্ম জেমিনি এখন থেকে আপনার প্রিয় ছবি দিয়েই তৈরি করতে পারবে স্বল্প দৈর্ঘ্যের ভিডিও—তাও আবার শব্দসহ!
‘Quick and Creative’ নামে নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্থিরচিত্রকে চলমান দৃশ্যে রূপ দিতে পারবেন খুব সহজেই। এটি ব্যবহার করা যাবে স্কেচ, প্রকৃতির ছবি বা যেকোনো শিল্পকর্ম অ্যানিমেট করতে।
গুগল জানিয়েছে, তাদের Gemini Pro ও Ultra ব্যবহারকারীদের জন্য ফিচারটি ধাপে ধাপে চালু করা হচ্ছে। উদ্দেশ্য—সাধারণ ব্যবহারকারীদের জন্যও সৃজনশীল এআই ব্যবহারে সহজ ও আকর্ষণীয় অভিজ্ঞতা নিশ্চিত করা।
কীভাবে ছবি থেকে ভিডিও বানাবেন:
১. gemini.google.com ওয়েবসাইটে গিয়ে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করুন।
২. প্রম্পট বারে ক্লিক করে Videos টুল নির্বাচন করুন।
৩. আপনার পছন্দের ছবি আপলোড করুন—এটি বাস্তব ছবি, আঁকা চিত্র বা স্কেচ হতে পারে।
৪. আপনি যেভাবে ভিডিওটি দেখতে চান তা বর্ণনা করুন। যেমন:
- কোন ধরনের অ্যানিমেশন চান
- শব্দ বা ব্যাকগ্রাউন্ড মিউজিক
- দৃশ্যগত পরিবর্তন (যেমন: ঢেউ ভাঙা, পাখি উড়ছে, আলো ঝলকাচ্ছে)
৫. জেনারেট বাটনে ক্লিক করলে জেমিনি আপনার দেওয়া নির্দেশনা অনুসারে ৮ সেকেন্ডের ভিডিও ক্লিপ তৈরি করবে।
৬. তৈরি ভিডিওটি ডাউনলোড বা শেয়ার করা যাবে সরাসরি সাইট থেকেই।
এটি একদম সহজ একটি টুল—চিত্রশিল্পী, শিক্ষক কিংবা সাধারণ ব্যবহারকারী, যে কেউ এতে ভিডিও বানাতে পারবেন বিশেষজ্ঞ না হয়েও।
নিরাপত্তা ব্যবস্থা: দৃশ্যমান ও অদৃশ্য ওয়াটারমার্ক
যেকোনো এআই-উৎপাদিত ভিডিওতে গুগল দুটি ধরনের ওয়াটারমার্ক ব্যবহার করছে—
- দৃশ্যমান ওয়াটারমার্ক: স্পষ্টভাবে বোঝানো হয় যে এটি এআই-জেনারেটেড কনটেন্ট।
- SynthID ডিজিটাল ওয়াটারমার্ক: ভিডিওর ভেতরে লুকানো কোড, যা মূল উৎস শনাক্ত করতে সহায়ক।
এছাড়াও, ‘রেড টিমিং টেস্ট’ এর মাধ্যমে কনটেন্ট ব্যবহারের সম্ভাব্য ঝুঁকি আগেভাগেই শনাক্ত ও মোকাবিলার চেষ্টা করছে গুগল।
গুগলের জেমিনি এখন শুধু একটি এআই চ্যাটবট নয়, বরং এটি হয়ে উঠছে আপনার সৃজনশীল সহকারী। ছবি থেকে শব্দসহ ভিডিও তৈরির সুযোগ যেমন শিক্ষার্থী ও কনটেন্ট নির্মাতাদের জন্য উপযোগী, তেমনি নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থা রেখেও তারা দায়বদ্ধতার প্রমাণ দিচ্ছে।
সূত্র: https://www.thedailyjagran.com/technology/google-gemini-now-lets-you-turn-photos-into-aigenerated-videos-with-sound-10252460
রাকিব