ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

গোপনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড! জেনে নিন সহজ পদ্ধতি

প্রকাশিত: ২১:৩৫, ২১ জুলাই ২০২৫

গোপনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড! জেনে নিন সহজ পদ্ধতি

ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপে সরাসরি কল রেকর্ড করার কোনও ইন-বিল্ট ফিচার নেই। তবে এর মানে এই নয় যে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা সম্ভব নয়। তৃতীয় পক্ষের কিছু অ্যাপের মাধ্যমে সহজেই রেকর্ড করা যায় এই কলগুলো।

অনেকেই গুরুত্বপূর্ণ আলাপচারিতা বা পেশাগত আলোচনার জন্য হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে চান, যাতে পরে তা রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায়। বিশেষ করে ইন্টারভিউ, অফিসিয়াল মিটিং বা সেনসিটিভ ইনফরমেশন সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে এটি অনেক কাজে লাগে।

যেসব অ্যাপ দিয়ে করা যায় হোয়াটসঅ্যাপ কল রেকর্ড

Cube ACR

এই অ্যাপটি শুধু হোয়াটসঅ্যাপ নয়, অন্যান্য VoIP কল যেমন ইমো, টেলিগ্রাম, মেসেঞ্জার ইত্যাদিও রেকর্ড করতে পারে। এটি অটো রেকর্ড শুরু করে এবং হাই কোয়ালিটির অডিও সরবরাহ করে।

Salestrail

এই অ্যাপটি মূলত পেশাদারদের জন্য ডিজাইন করা হয়েছে। যারা ব্যবসায়িক কল রেকর্ড করতে চান, তাদের জন্য এটি উপযোগী। ক্লাউড ব্যাকআপসহ নানা ফিচারও রয়েছে এতে।

ACR Call Recorder

ACR (Another Call Recorder) হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার জন্য একটি জনপ্রিয় অ্যাপ। এটি সহজ ইন্টারফেস এবং সহজ সেটিংসের জন্য পরিচিত।

কীভাবে করবেন কল রেকর্ড?

১. Google Play Store থেকে Cube ACR, Salestrail বা ACR Call Recorder অ্যাপ ডাউনলোড করুন।

২. অ্যাপ ইনস্টল করার পর মাইক্রোফোন, স্টোরেজসহ প্রয়োজনীয় পারমিশনগুলো অ্যাপকে দিন।

৩. Cube ACR অ্যাপে WhatsApp কল রেকর্ড অপশন সাধারণত ডিফল্টভাবে চালু থাকে। তবে অন্য অ্যাপগুলোর ক্ষেত্রে সেটিংসে গিয়ে এটি ম্যানুয়ালি চালু করতে হতে পারে।

৪. এরপর যখনই হোয়াটসঅ্যাপ কল করবেন বা রিসিভ করবেন, অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড শুরু করবে।

৫. কল শেষ হলে, রেকর্ডিং সংরক্ষিত থাকবে অ্যাপের মধ্যেই। সেখান থেকে অডিও শুনতে, ডাউনলোড বা ক্লাউডে ব্যাকআপে রাখতে পারবেন।

সতর্কতা

কল রেকর্ড করার আগে অবশ্যই ব্যবহৃত অ্যাপটির প্রাইভেসি এবং সিকিউরিটি পলিসি ভালোভাবে পড়ে নিন। সব অ্যাপ নিরাপদ নয় এবং কিছু অ্যাপ আপনার ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই ভালো রিভিউ এবং স্বচ্ছ নীতিমালা রয়েছে এমন অ্যাপই ব্যবহার করুন। এছাড়াও ফোনের স্টোরেজ পর্যাপ্ত আছে কি না তা খেয়াল রাখুন, নাহলে রেকর্ডিং সংরক্ষণ না-ও হতে পারে।

 

সূত্র: https://www.truescoopnews.com/newsdetail/never-miss-important-calls-know-how-record-calls-whatsapp

রাকিব

×