ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ত্রাণ নিতে আসা মানুষের ওপর হামলা: ৬৭ ফিলিস্তিনি নিহত, ১৫০ জন আহত

প্রকাশিত: ২০:৫৯, ২১ জুলাই ২০২৫

ত্রাণ নিতে আসা মানুষের ওপর হামলা: ৬৭ ফিলিস্তিনি নিহত, ১৫০ জন আহত

গাজার উত্তরাঞ্চলে জাতিসংঘের ত্রাণ নিতে আসা কমপক্ষে ৬৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে যে, তারা সতর্কতামূলক গুলি চালিয়েছিল। খবরটি দিয়েছে বিবিসি।

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার অন্যান্য অঞ্চলে ত্রাণের অপেক্ষায় থাকা অবস্থায় আরও ছয়জন নিহত হয়েছেন, এবং আহত হয়েছেন ১৫০ জনের বেশি, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। এর আগের দিন, শনিবারও একইভাবে ৩৬ জন নিহত হয়েছিলেন।

জাতিসংঘও সতর্ক করেছে যে, গাজার সাধারণ মানুষ ক্ষুধায় ভুগছেন এবং জরুরি ভিত্তিতে মৌলিক পণ্যের সরবরাহ বাড়ানো প্রয়োজন।উত্তর গাজার আহতদের শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ড. হাসান আল-শায়ার বিবিসিকে জানিয়েছেন, হাসপাতালটি আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। আহতদের কিছু কিছু ফিল্ড হাসপাতালে পাঠানো হচ্ছে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী গাজার কেন্দ্রীয় অংশের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে, যেখানে গত ২১ মাসে হামাসের বিরুদ্ধে কোনো স্থল অভিযান চালানো হয়নি। রোববার, আইডিএফ জানায়, দেইর আল-বালাহ শহরে অবস্থানরত বাসিন্দা ও শরণার্থীদের দ্রুত সেখানে থেকে সরিয়ে আল-মাওয়াসি অঞ্চলের দিকে চলে যেতে বলা হয়েছে। এই নির্দেশ একটি ভবিষ্যৎ হামলার ইঙ্গিত হতে পারে, যার ফলে ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

রাজু

×