ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ পাকিস্তানি পেসারের

প্রকাশিত: ২০:৪৬, ২১ জুলাই ২০২৫

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ পাকিস্তানি পেসারের

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় ফাস্ট বোলার শাহিন আফ্রিদি।

এক্স (সাবেক টুইটার) পোস্টে তিনি লেখেন, “হৃদয়বিদারক এবং মর্মান্তিক। #BangladeshPlaneCrash-এর শিকারদের জন্য প্রার্থনা। পরিবারগুলোর জন্য অলৌকিক কিছু ও শক্তি কামনা করছি।”

তার এই বার্তাটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই তার সহমর্মিতা ও মানবিক মনোভাবের প্রশংসা করেছেন।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে সেনাবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থার সদস্যরা।

ইমরান

×