ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

‘তুমি আমার বাবাকে চড় মেরেছো’, হরভজন সিংয়ের পীড়াদায়ক স্মৃতিচারণ

প্রকাশিত: ২০:৫১, ২১ জুলাই ২০২৫; আপডেট: ২০:৫২, ২১ জুলাই ২০২৫

‘তুমি আমার বাবাকে চড় মেরেছো’, হরভজন সিংয়ের পীড়াদায়ক স্মৃতিচারণ

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) যাত্রা শুরু থেকেই শুধু তার জনপ্রিয়তার কারণে নয়, কিছু বিতর্কিত ঘটনার জন্যও আলোচনায় ছিল। এর মধ্যে সবচেয়ে বড় বিতর্ক ঘটে যখন মোহালিতে দুই দলের ম্যাচের পর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরভজন সিং, কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) পেসার শান্তাকুমারন শ্রীশান্তকে চড় মারেন। এই ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং শ্রীশান্ত কান্নায় ভেঙে পড়েন। হরভজনকে ওই টুর্নামেন্টের বাকি অংশ থেকে নিষিদ্ধ করা হয়।

সেই ঘটনার ১৭ বছর পেরিয়ে গেছে, কিন্তু দুই ক্রিকেটারই সেই ঘটনা পেছনে রেখে এগিয়ে গেছেন এবং এখন ভাল সম্পর্ক বজায় রেখেছেন। বহুবার হরভজন শ্রীশান্তের কাছে ক্ষমা চেয়েছেন। তবুও সেই স্মৃতি তার হৃদয়ে গভীর ছাপ ফেলে গেছে, যা তিনি কাটিয়ে উঠতে পারেননি।

ভারতের প্রাক্তন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে সম্প্রতি এক আলাপচারিতায়, হরভজন এমন একটি মর্মান্তিক ঘটনা শেয়ার করেন যখন শ্রীশান্তের মেয়ে ‘স্ল্যাপ-গেট’ ঘটনার কারণে তার সঙ্গে কথা বলতে ইচ্ছুক হয়নি।

‘আমার জীবনে একটি ঘটনা বদলাতে চাইব, সেটা হলো শ্রীশান্তের সঙ্গে আমার সেই ঘটনার কথা। আমি চাইব সেটা আমার ক্যারিয়ারের তালিকা থেকে মুছে ফেলতে। যা ঘটেছিল, সেটা ভুল ছিল এবং আমি যা করেছিলাম, সেটা করা উচিত ছিল না। আমি ২০০ বার ক্ষমা চেয়েছি। কিন্তু সবচেয়ে খারাপ লাগার ব্যাপার হলো, বছর বছর পরে আমি সুযোগ পেলেই ক্ষমা চাইছি। এটা আমার এক বড় ভুল ছিল,’ বলেন হরভজন।

তিনি আরও যোগ করেন, “বছর পেরিয়ে গেলেও আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছিল যখন আমি তার মেয়েকে দেখলাম এবং খুব ভালোবাসার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, তখন সে বলেছিল, ‘আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, তুমি আমার বাবাকে মেরেছিলে।’ আমার হৃদয় ভেঙে গিয়েছিল, চোখে জল চলে আসছিল। আমি নিজেকে বলছিলাম, আমি তার মনে কি ছাপ রেখে গেছি? সে আমাকে কেমন ভাবছে? সে আমাকে দেখছে সেই ব্যক্তিরূপে, যিনি তার বাবাকে মেরেছেন। আমি এতটাই দুঃখ পেয়েছি। আমি এখনো তার মেয়েকে ক্ষমা চাইছি, কিন্তু কিছুই করতে পারছি না।”

উল্লেখ্য, হরভজন সিং ও শ্রীশান্ত দুজনেই ভারতের ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন।

 

সূত্র: এনডিটিভি

রাকিব

×