ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:৩৩, ২১ জুলাই ২০২৫

মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

সোমবার রাজধানী ঢাকার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর ব্যাপক হতাহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। দেশের ক্রীড়াঙ্গনকেও যা ছুঁয়ে গেছে। শোকস্তব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)সহ সকল সংগঠন, দেশের সাবেক ও বর্তমান তারকা ফুটবলার, ক্রিকেটার থেকে শুরু করে সকল ক্রীড়াবিদ।

সামাজিক মাধ্যমে সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন,‘হৃদয় ভেঙে যাচ্ছে’। শোক ও সমবেদনা জানিয়েছেন বর্তমান টি২০ অধিনায়ক লিটন দাস, তারকা পেসার তাসকিন আহমেদ সহ আরও অনেকে। শুধু দেশের ক্রীড়া সংগঠন আর ক্রীড়াবিদই নন, লিওনেল মেসির দেশ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ) শোক জানিয়ে বিবৃতি দিয়েছে। দেশের সীমা ছাড়িয়ে গোটা বিশ্বেই এ শোক ছড়িয়ে গেছে। দুপুরের দিকে ঘটনার শুরুতে তাৎক্ষণিক এক পোস্টে তামিম লিখেছেন,‘উত্তরা মাইলস্টোন কলেজের সকলের জন্য প্রার্থনা।’
ভয়াবহ দুর্ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে কিছু মর্মান্তিক ছবি ও ভিডিও, যেখানে দেখা যায় দগ্ধ শিশু, আতঙ্কিত অভিভাবক, পোড়া ইউনিফর্মে ছোটাছুটি করা শিক্ষার্থীরা। এসব দৃশ্য দেখে সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গনের তারকারাও বিচলিত। প্রথম পোস্টের কিছুক্ষণ বাদে আবারও একটি পোস্ট করেন তামিম। তিনি লিখেন, ‘যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচন্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত। আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে। ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।’ তামিমের এই বার্তাটি হাজারো মানুষ শেয়ার ও মন্তব্যের মাধ্যমে সমর্থন জানিয়েছেন।

অনেকেই বলছেন, এমন সময় সংবেদনশীলতা ও সম্মিলিত সহমর্মিতারই প্রয়োজন। বাংলাদেশের বর্তমান টি২০ অধিনায়ক লিটন দাস লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মর্মান্তিক ঘটনার শিকার সবাইকে জানাই আমাদের প্রার্থনা ও গভীর সমবেদনা। সান্ত¡না ও শক্তি পৌঁছে যাক হতাহতদের এবং তাদের পরিবারের কাছে।’ টাইগার দলের তারকা পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘হে মহান আল্লাহ। উত্তরায় মাইলস্টোন কলেজের উপর ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত ও অগ্নিদগ্ধ সবাইকে আপনি আপনার রহমতের চাদরে ঢেকে রাখুন। আপনার অশেষ দয়ায় তাদের কষ্ট লাঘব হোক, ফিরে পাক সুস্থতা ও শান্তি।’ ওয়ানডে দলের অধিনায়ক ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন কলেজের জন্য প্রার্থনা।’ দলের আরেক অলরাউন্ডার শেখ মাহেদি হাসান লিখেছেন,‘মাইলস্টোন কলেজের উপরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আগুন ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসের বিল্ডিংয়ে। সবাই দোয়া করুন। সবাই সাহায্য করতে এগিয়ে আসুন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন।’

টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, ‘এই হৃদয়বিদারক ট্র্যাজেডি আমাদের সকলকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। মাইলস্টোন কলেজ পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই শোকের সময় আমরা আপনাদের পাশে আছি।’ সতর্কবার্তা দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী লিখেছেন,‘বিনা প্রয়োজনে হাসপাতাল বা রাস্তায় বের হয়ে দূর্ঘটনার স্থান দেখতে গিয়ে চিকিৎসক ও উদ্ধারকর্মীদের কাজে ব্যাঘাত ঘটাবেন না দয়া করে। কখনও কখনও কিছু না করাও উপকার করার সমান।’ শুধু দেশ নয় বিদেশের তারকাদের ছয়ে গেছে হৃদয়বিদারক এ দুর্ঘটনা। ইংল্যান্ড তারকা ক্রিকেটার মঈন আলি লিখেছেন,‘মাইলস্টোন কলেজ থেকে হৃদয়বিদারক খবর। আমাদের প্রার্থনা ক্ষতিগ্রস্ত সকলের জন্য।’ 
দেশের দুই শীর্ষ ক্রীড়া সংগঠন ফুটবল ফেডারেশন ও ক্রিকেট বোর্ড এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এক বার্তায় বলেন, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। এই শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সকল সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।’ পৃথক এক শোক বার্তায় শোক প্রকাশ করেছে বিসিবি। সেখানে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তি ও পরিবারের প্রতি দোয়া কামনার পাশাপাশি গভীর সমবেদনা জানিয়েছে তারা। বিসিবি বলেছে, ‘ঢাকার মাইলস্টোন কলেজের কাছে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছে বিসিবি। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বিসিবি। এই হৃদয়বিদারক ঘটনায় আক্রান্ত সকলের জন্য দোয়া রইলো।’ 
এ ছাড়া শোক জানিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনও। এক বার্তায় তারা বলেছে, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় যে সকল অমূল্য প্রাণ ঝরে গেল, বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম, শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় আমরা স্তম্ভিত ও ব্যথিত।’ শুধু দেশের নয় শোক বার্তা দিয়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন লিখেছে,‘আজ বাংলাদেশে বিমান দুর্ঘটনার মর্মান্তিক ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। ঈশ্বর নিহত ও আহতদের পরিবার এবং তাদের আত্মীয়স্বজনদের এই ক্ষতি সহ্য করার শক্তি দিন।’
 

×