
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের ওপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানে আগুন ধরে যায় এবং বিকট শব্দে তা আছড়ে পড়ে স্কুল চত্বরে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনায় আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসীকে উদ্ধার ও চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কাজে অংশগ্রহণ, আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তার উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
নিহতদের প্রতি দোয়া করে তিনি বলেন, “আল্লাহ তা'য়ালা নিহতদের ওপর রহম করুন, ক্ষমা করুন ও এদের প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আহতদের দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করে তাঁর অপরিসীম নিয়ামতে সিক্ত করুন।”
তিনি আরো বলেন, “নিহতদের আপনজন, প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের আল্লাহ তা'য়ালা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।”
উল্লেখ্য, দুর্ঘটনার প্রকৃত কারণ ও হতাহতের সংখ্যা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস এবং জরুরি চিকিৎসা টিম কাজ করছে।
শেখ ফরিদ