
আজ ২১ জুলাই, গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে হৃদয়বিদারক প্রাণহানির ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক এবং গভীর উদ্বেগের বিষয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা লাভের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি।
মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী আরও বলেন, নিহতদের শোকসন্তপ্ত পরিবারবর্গ, আহতদের স্বজন ও বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় জীবন অত্যন্ত অনিশ্চিত এবং সব কিছুর ওপর আল্লাহ তাআলার পরিপূর্ণ কুদরত বিরাজমান। মানুষের শক্তি ও সামর্থ্য কতটুকু সীমিত, তা এসব ঘটনায় আমরা প্রত্যক্ষ করি।
তিনি আরও বলেন, আমরা দেশের সব মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মুনাজাতের আহ্বান জানাচ্ছি যাতে আল্লাহ তাআলা নিহতদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আহতদের পূর্ণ সুস্থতা দান করেন এবং আমাদের দেশ ও জাতিকে এ ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবর ও সহনশীলতার সাথে এই শোক বহন করার তাওফিক দান করুন। আমীন।
আফরোজা