
ছবি: সংগৃহীত
আজ উত্তরার ভয়াবহ বিমান দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে বেশ কয়েকজন শিশু ও প্রাপ্তবয়স্ক রোগী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা চলছে অত্যন্ত সংকটজনক পর্যায়ে।
এই পরিস্থিতিতে সকলের প্রতি একটি জরুরি বার্তা দিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. মারুফ অরপিও। ফেসবুক ভিডিওবার্তায় তিনি বলেন—“আপনারা যত বেশী আসবেন, সংক্রমণের ঝুঁকি তত বেশী বাড়বে। বাচ্চাদেরকে ভালোবাসার কারণেই দয়া করে একান্ত প্রয়োজন ছাড়া হাসপাতালে আসবেন না।”
ডা. মারুফ অরপিও স্পষ্ট করে জানান, এই মুহূর্তে রক্তের প্রয়োজন নেই। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিয়ে অপ্রয়োজনীয় ভিড় তৈরি না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
“আজ রক্তের কোনো প্রয়োজন নেই। ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না। ১ম ২৪ ঘণ্টায় আমরা সাধারণত রক্ত দেই না। কাল সকাল ৮টার পর প্রয়োজন হলে রক্ত গ্রহণ করা হবে। ভিড় কম করে আমাদের সাহায্য করুন।”
চিকিৎসকরা জানাচ্ছেন, দগ্ধ রোগীদের সংক্রমণ প্রতিরোধই প্রথম ২৪ ঘণ্টায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ সময় অতি জনসমাগম ইনফেকশনের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে, যা রোগীর জীবনের জন্য মারাত্মক হুমকি।
ডা. মারুফ অরপিওর এই মানবিক এবং বিজ্ঞানসম্মত আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবীদের ধৈর্য ও সহমর্মিতা দেখাতে অনুরোধ করা হয়েছে।
ভিডিও বার্তা: https://www.facebook.com/share/v/1GDrnYwBSj/
আসিফ