
ছবি: জনকণ্ঠ
পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,পাবনা-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ভিপি শামসুর রহমান বলেছেন, জিয়া পরিবারকে বিগত ১৬ বছর অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এছাড়াও নেতাকর্মীদের সীমাহীন জেল জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। বছরের পর বছর অন্ধার প্রকোষ্ঠে থাকতে হয়েছে। তার এক সন্তানকে জেল খানায় হত্যা করেছিল ফ্যাসিষ্ট হাসিনা সরকার। এজন্য এই দেশে জিয়াউর রহমানকে বাদ দিয়ে কোন ইতিহাস রচনা সম্ভব নয়।
সোমবার (২১ জুলাই) বিকেলে সাঁথিয়ার বনগ্রাম বাজারে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপ্রপ্রচারের প্রতিবাদে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এরপর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, তারেক রহমানের ছবি যারা অবমাননা করেছে, তাদের মুখোস উন্মোচিত করা হোক। তৎকালীন সময়ে অনেকে পালিয়ে ভারতে গেলেও আমাদের নেতা জিয়াউর রহমান দেশেই ছিলেন। শহীদ জিয়াই সংবিধানে বিসমিল্লাহ লিখেছেন। একটি দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল। কৃষি ও গার্মেন্টস সেক্টরকে তিনি উন্নত করেছিলেন।
দেশের ঐতিহাসিক সূত্রে আমরা মালিক। আপনাদের যদি সাহস থাকে তাহলে সাঁথিয়ায় আসেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি ছিঁড়ে দেখেন। আপনাদের হাত পা ভেঙে দেওয়া হবে। আপনারা রাতে ছবি পুড়াবেন না। দিনের বেলায় পুড়ান। আমাদের চোখের সামনে বিএনপির প্রাণ জিয়াউর রহমানের ছবি পুড়ান দেখি আপনাদের বুকের পাটা কত আছে। বিএনপির নেতৃত্বে এসব অশুভ শক্তিকে সাঁথিয়ার মাটিতে প্রতিহত করব।
তিনি আরও বলেন, গত (১৫ জুলাই) আমাকে দলের পক্ষ থেকে নির্বাচনের জন্য কাজ করতে বলা হয়েছে। এরপর আমি সাঁথিয়াবাসীর সঙ্গে কথা বলে মাঠে নেমেছি। ব্যাপক সারা পাচ্ছি। বিগত ১৫ বছরে এই উপজেলায় আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে অনেক নেতা থেকেছিলেন। আমরা কিন্তু দল করতে গিয়ে অনেক নির্যাতন জেল জুলুম সহ্য করতে হয়েছে। কঠিন সময়ে দলের হাল ধরেছি। আগামী নির্বাচনে যদি আমাকে দলীয় প্রতিক ধানের শীষ দেওয়া হয়, তাহলে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়ে এলাকাকে রোল মডেলে পরিনত করা হবে ইনশাআল্লাহ। অবহেলিত সাঁথিয়াকে উন্নয়নের আওতায় আনা হবে।
এর আগে নেতাকর্মীরা বলেন, সাঁথিয়ায় ত্যাগী বিএনপি নেতা ছাড়া কাউকে মনোনয়ন দেওয়া হলে আমরা মেনে নেব না। নির্যাতিত ও দলীয় ত্যাগী শামসুর রহমান ভাইকে মনোনয়ন দেওয়া হলে বিপুল ভোটে জয়যুক্ত করা হবে। এছাড়াও অনেকে যারা মনোনয়ন চাচ্ছেন তাদের কিন্তু ১৫ বছরে সাঁথিয়ায় দেখিনি। শামসুর ভাইকে মনোনয়ন দেওয়া হলে সাঁথিয়ার মাটি থেকে অশুভ শক্তিকে বিতাড়িত করা হবে।
পথসভায় আব্দুল বারেক মোল্লার সভাপতিত্বে ও সেলিম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুল বারী সান্টু। এসময় আরও উপস্থিত ছিলেন, শাহজাহান আলী, এ্যাড মইনুল হোসেন, মসিউর রহমান টিপু, ফজলুল হক প্রমুখ।
ছামিয়া