ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

মায়ের আর্তনাদে ভেসে উঠল কান্না

কতজনরে তোমার ছবি দেখাইছি বাবা, আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো

প্রকাশিত: ২৩:৪০, ২১ জুলাই ২০২৫

কতজনরে তোমার ছবি দেখাইছি বাবা, আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো

ছবিঃ সংগৃহীত

আজকের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনকারী বিমান দুর্ঘটনার পর একজন মা তাঁর নিখোঁজ সন্তানের খোঁজে ছুটে বেড়ানোর পর সন্তানকে জীবিত ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। সন্তানের মুখ দেখে কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকেন, “আমি পাগল হয়ে গেছি বাবা, আমি পাগল হয়ে গেছি। আমি কতজনরে যে জিজ্ঞেস করছি, কতজনরে তোমার ছবি দেখাইছি বাবা! আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো। সব মায়ের বুক তুমি পুরা করে দাও আল্লাহ!”

ঘটনাস্থলে তখন নেমে আসে এক হৃদয়বিদারক দৃশ্য। অনেক অভিভাবক তাঁদের সন্তানদের খোঁজে উদভ্রান্ত হয়ে ছুটে বেড়ান। কেউ কেউ ছুটে যান হাসপাতালে, কেউ ভিড় করেন দুর্ঘটনাস্থলে। এই মায়ের আর্তনাদ ছিল যেন হাজারো মায়ের শোক ও প্রার্থনার প্রতিধ্বনি।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।

সূত্রঃ https://www.facebook.com/share/r/14LuMEa8xMr/

ইমরান

×