
বান্দরবানের আলীকদমে গাদাবন্দুক ফায়ার হয় কিনা পরীক্ষা করতে গিয়ে ভ্রমণে আসা এক পর্যটক নিহত হয়েছেন।সোমবার (১৯ জুলাই) দুপুরে আলীকদম-মিয়ানমার সীমান্তের কুরুকপাতা ৯নম্বর ওয়ার্ডের চাইল্যাতলী পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ত্বহা বীন আমিন (২৪) ঢাকা ডেমরা সাইনবোর্ড এলাকার মো.আলামীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ১০-১২ জন বন্ধুবান্ধব মিলে আলীকদমের কুরুকপাতা ৯ নম্বর ওয়ার্ডের চাইল্যাতলী পাড়ায় এলাকায় ভ্রমণে এসে আশ্রয় নেয় পাহাড়ের একটি জুম ঘরে। জুম ঘরে একটি গাদা বন্দুক দেখতে পেয়ে বন্দুকটি দিয়ে ফায়ার হয় কিনা পরীক্ষা করছিলেন তাদের এক জন।এই চিত্রগুলো ভিডিও ধারণ করছিল ত্বহা বীন আমিন। সে সময় মিস ফায়ার হয়ে বুকে গুলি লাগে তার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে হতে মরদেহটি উদ্ধার করে আলীকদম থানা পুলিশ।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সঙ্গীয় পর্যটকদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।
Mily