ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

নারীদের জরায়ুতে সিস্ট হবার কারণ

প্রকাশিত: ১৪:৩৮, ২০ জুলাই ২০২৫

নারীদের জরায়ুতে সিস্ট হবার কারণ

নারীদের জরায়ুতে সিস্ট

বর্তমানে নারীদের জরায়ু বা ডিম্বাশয়ে সিস্ট হওয়া গচজদত এটি অনেক সময় অবিবাহিত কিশোরীদের মাঝেও দেখা যায়। যদিও অনেক ক্ষেত্রেই এটি ক্ষতিকর নয়, তবে উপেক্ষা করলে তা মারাত্মক রূপ নিতে পারে।


সিস্ট কীভাবে হয়?
ওভারি বা ডিম্বাশয় হলো জরায়ুর পাশে অবস্থিত দুটি গ্রন্থি, যেখান থেকে নারীদের হরমোন নিঃসরণ হয় এবং ডিম্বাণু পরিপক্ব হয়। কখনো কখনো ওভারিতে ছোট ছোট পানিভর্তি থলে বা সিস্ট গঠিত হয়, যা স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। সবচেয়ে সাধারণ হচ্ছে ফাংশনাল সিস্ট, যা ডিম্বস্ফুটন ঠিকভাবে না হওয়ায় তৈরি হয়।

সিস্টের প্রকারভেদ:
. পলিসিস্টিক ওভারি (PCOS): দীর্ঘ সময় ধরে ডিম্বস্ফুটন না হলে ফলিকল জমে গিয়ে ওভারিতে ১০টির বেশি সিস্ট দেখা দেয়।
. এন্ডমেট্রিওটিক সিস্ট: এতে মাসিকের সময় তীব্র ব্যথা হয় এবং সন্তান ধারণে সমস্যা হতে পারে।
 . ডারময়েড সিস্ট: এক ধরনের টিউমার, যাতে দাঁত, চুলসহ শরীরের অন্যান্য টিস্যুও থাকতে পারে।


সিস্ট হওয়ার কারণ:

. হরমোনের ভারসাম্যহীনতা

. অনিয়মিত যৌন জীবন

. অল্প বয়সে ঋতুস্রাব শুরু হওয়া

. দেরিতে বিয়ে ও সন্তান নেওয়া

. বংশগত কারণ

 

×