ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের সমবেদনা প্রকাশ

প্রকাশিত: ২৩:৪১, ২১ জুলাই ২০২৫

বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের সমবেদনা প্রকাশ

ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। এই দুর্ঘটনায় শিশুসহ একাধিক মানুষ প্রাণ হারিয়েছে এবং বহু লোক আহত হয়েছে। সোমবার জাতিসংঘের বাংলাদেশ মিশন এক বিবৃতিতে এই দুর্ঘটনার প্রতি সমবেদনা জানিয়ে উদ্বেগ প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে জাতিসংঘ আন্তরিক সমবেদনা জানাচ্ছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। এই দুর্ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার (২২ জুলাই) যেই একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, তাতে জাতিসংঘের বাংলাদেশ মিশন অংশ নেবে বলে জানানো হয়।

জাতিসংঘ আরও জানিয়েছে, এই সংকটময় মুহূর্তে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানায়। একযোগে জাতীয় শোক ও সহমর্মিতার অংশ হিসেবে জাতিসংঘ বাংলাদেশে তাদের কার্যক্রমে প্রয়োজনীয় সংবেদনশীলতা বজায় রাখবে বলে জানিয়েছে মিশন।

 

 

মারিয়া

×