ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

তারেক রহমানের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র সহ্য করা হবে না: আবু ওয়াহাব আকন্দ

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশিত: ১৯:৩২, ২১ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৩৩, ২১ জুলাই ২০২৫

তারেক রহমানের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র সহ্য করা হবে না: আবু ওয়াহাব আকন্দ

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে লাগামহীন মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে ময়মনসিংহ নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল। এসময় কোনো ধরনের ষড়যন্ত্র সহ্য করা হবে না জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

সোমবার (২১ জুলাই) দুপুরে নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে স্টেশন চত্বরে গিয়ে সমাবেশ করে শেষ হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। জেলা শ্রমিকদলের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, গৌরীপুর উপজেলা বিএনপির আহবায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরন।

বিক্ষোভ মিছিলে জেলার ১৩টি উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী এবং সমর্থকরা অংশগ্রহণ করেন।

ছবি: তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ময়মনসিংহে শ্রমিকদলের বিক্ষোভ সমাবেশ

সমাবেশে বক্তারা বলেন, একটি গোষ্ঠী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত। এ কারণে তারা বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে লাগামহীন মিথ্যাচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু আগামীদিনে এ ধরনের কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। প্রয়োজনে সমোচিত জবাব দিতে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।

শেখ আব্দুল আওয়াল/রাকিব

আরো পড়ুন  

×