ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

উখিয়ায় বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ২৩:৫৭, ২১ জুলাই ২০২৫

উখিয়ায় বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা

দৈনিক জনকণ্ঠ

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)'র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো গরীব দু:স্থ অসহায় দু'শতাধিক পরিবার। ২১ জুলাই (সোমবার) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর আড়াইটায় বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দক্ষিণ বালুখালী লতিফুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এতে বিজিবি'র পক্ষে চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন মেডিকেল অফিসার মেজর নুসরাত জাহান প্রীতি, এএমসি ও মেজর মো. শাহাদাত হোসেন শুভ, এএমসি প্রমুখ।

এতে ২০৩ জন নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে ওষুধপথ্য এবং চিকিৎসা সেবা গ্রহণ করেন। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি, অধিনায়ক, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি), সহকারী পরিচালক মো. মাসুদ রানা, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) উপস্থিত ছিলেন।

বিজিবি অধিনায়ক বলেন, উখিয়া ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্ত:রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

তাই বেসামরিক পরিমণ্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। বিজিবি’র এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

হ্যাপী

×