ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় রিপাবলিক পার্টির গভীর শোক ও সমবেদনা

প্রকাশিত: ২২:৪৭, ২১ জুলাই ২০২৫

বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় রিপাবলিক পার্টির গভীর শোক ও সমবেদনা

সংগৃহীত

২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকার উত্তরার মিলস্টোন স্কুল ভবনে আছড়ে পড়ে। এতে পাইলট তৌকির ইসলাম সাগরসহ ২০ জনের মৃত্যু হয় এবং ১৭০ জনের বেশি আহত হন। দেশের ইতিহাসে এটিই অন্যতম মর্মান্তিক বিমান দুর্ঘটনা।

উত্তরার মিলস্টোন স্কুল ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ বহু প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি। এক বিবৃতিতে দলের চেয়ারম্যান ও নেতারা নিহতদের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দলের পক্ষ থেকে জানানো হয়—“এই হৃদয়বিদারক দুর্ঘটনায় একটি সম্ভাবনাময় তরুণ পাইলটসহ বহু নিরীহ শিক্ষার্থী ও সাধারণ মানুষের মৃত্যু আমাদের শোকাহত করেছে। দেশের নিরাপত্তা ও ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন যাঁরা দেখতেন, তাঁদের এই অসময়ে চলে যাওয়া জাতির অপূরণীয় ক্ষতি।”

রিপাবলিক পার্টি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে,“এই দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে হবে এবং এমন দুর্ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে, তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নিতে হবে।”

পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছে দলটি।

হ্যাপী

×