ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

খাগড়াছড়িতে এনসিপির পদযাত্রা

শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের জন্য পাহাড়ি-বাঙালি ঐক্য গড়ে তোলার আহ্বান নাহিদ ইসলামের

জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি:

প্রকাশিত: ১৮:৫৫, ২১ জুলাই ২০২৫; আপডেট: ১৮:৫৬, ২১ জুলাই ২০২৫

শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের জন্য পাহাড়ি-বাঙালি ঐক্য গড়ে তোলার আহ্বান নাহিদ ইসলামের

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি রাষ্ট্র কত বেশি বৈচিত্র্য ধারণ করতে পারে, তার ওপরই রাষ্ট্রের মর্যাদা ঠিক হয়। ৭২-এর সংবিধানে সেটিকে অস্বীকার করা হয়েছে। এসব জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি সেই সংবিধানে নিশ্চিত করা হয়নি। সেখানে জাতির সাথে জাতির বিদ্বেষ, ধর্মের সাথে ধর্মের পার্থক্য, সেক্যুলারিজমের সাথে ইসলামের বিবেদ এরকম নানারকম বিবাদ জিইয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, পাহাড়ের উন্নয়নে বসবাসরত সকল জনগোষ্ঠীর মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার কোনো বিকল্প নেই।‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজ সোমবার দুপুরে খাগড়াছড়িতে পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, "পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব রয়েছে। অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে পাহাড়ি-বাঙালি উভয় জনগোষ্ঠী বঞ্চিত। পাহাড়ে যদি উন্নয়ন ঘটাতে হয় তাহলে ঐক্য ও সম্প্রীতির কোনো বিকল্প নেই। সম্প্রীতির মাধ্যমে পাহাড়ে উন্নয়ন ঘটাতে পারলে পাহাড়ি-বাঙালি সবাই লাভবান হবে।"

খাগড়াছড়ি শহরের মুক্তমঞ্চের সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা। মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব আকতার হোসেন, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, খাগড়াছড়ির জেলা সমন্বয়ক মনজিলা ঝুমা প্রমুখ। এ সময় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার আহ্বান জানান উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম।

এর আগে দুপুর আড়াইটায় শহরের চেঙ্গী স্কয়ার থেকে পদযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ পদক্ষিণ করে।এদিকে পদযাত্রায় অংশ নিতে জেলার ৯ উপজেলা থেকে বিপুল সংখ্যক এনসিপি নেতাকর্মী ও সমর্থক অংশ নিয়েছেন।এর আগে কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি পৌঁছান। পদযাত্রা ও সমাবেশ শেষে ফিরে যাবেন ফেনীতে। সেখানেও কর্মসূচি রয়েছে সংগঠনটির।

সমাবেশ শেষে পরে মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় সকলের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য মুফতি ইনজামুল হক।

কর্মসূচিকে ঘিরে খাগড়াছড়িতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও এপিবিএন সদস্যরাও নিরাপত্তায় দেখা যায়।

আফরোজা

আরো পড়ুন  

×